১। খ্রিস্টের জন্মেরও আগে ভারতের রাজা ছিলেন সম্রাট অশোক। তিনি প্রজাদের জন্য পাথরের বইয়ে অনেক কথা লিখে রেখে গেছেন। তার মধ্যে কয়েকটি কথা হলো- “সৎপথে থেকে পিতা-মাতাকে ভক্তি করবে। সব সময় সত্য কথা বলবে। অযথা পশু হত্যা করবে না। কখনো অন্যায় কাজ করবে না ।”--- এরকম আরও অনেক কথা তিনি লিখে রেখে গেছেন তার পাথরের বইয়ে ।
২। আপনি কি জানেন? আজ থেকে ৪০০০ বছর আগে বঙ্গোপসাগরের পাড় ছিল ঢাকার শ্যামলীর আদাবরের কাছে।
৩। মুসলমান সমাজের বয়স নিতান্ত কম নয় । কিন্তু এত দীর্ঘকালের মধ্যে, একজন রুশো, একজন পিকাসো, একজন নিউটন জন্মাননি । এই সমাজ একজন রাজা রামমোহন, একজন বিদ্যাসাগর, একজন রাম তনুলাহিড়ী তৈরি করতে পারেনি । তার কারন, আমাদের সু-শিক্ষা নাই । জ্ঞানের মর্যাদা বুঝি না । সাহিত্যের আদর করি না । তাই আমাদের মধ্যে বিদ্বান নাই, বৈজ্ঞানি নাই , সাহিত্যিক-দার্শনিক ঐতিহাসিক নাই ।
৪। নদীর পাড়ে রোদ পোহাচ্ছে এক কুমীর, পাশ দিয়ে যেতে যেতে এক শেয়াল দেখে কুমীরের সারা গায়ে জোঁক, রক্ত খাচ্ছে । শিয়াল বলল, আরে ব্যাটা কুমীর, লেজটাও ঝাড়লে তো পারিস । কিছু জোঁক তো ঝাপটা খেয়ে মরে পালিয়ে যায় । রক্ত শূন্য হয়ে মরে যাবি তো শেষে । কুমীর বলল, রক্ত যা খাবার খেয়ে নিঃসাড়ে পড়ে আছে, এখন গা থেকে এগুলোকে আর সরিয়ে দিতে চাই না, সরালে আবার নতুন জোঁক আসবে, নতুন করে রক্ত খাবার পালা শুরু হবে, কাজ নেই তাতে । আমাদের এই দেশে তো- এক রাজাকে তাড়িয়ে আরেক রাজা...
৫। মানুষ আজকাল বাক্সবন্দী হয়ে যাচ্ছে । বিশেষ করে মেয়েরা । এক সময় নারীরা বাইরে বের হওয়ার জন্য আন্দোলন করতো । আর এখন তারা সারাদিন ঘরে বসে হিন্দি সিরিয়াল দেখে, কম্পিউটারে চ্যাটিং করে, মোবাইলে কথা বলে । পৃথিবী যত উন্নতির দিকে যাচ্ছে, মানুষ ততই নিজেকে চার দেয়ালের মাঝে বন্দি করে ফেলছে । যদিও বর্তমানে সংসারে ছেলেদের চেয়ে মেয়েদের রেসপনসিবিলিটি অনেক বেশী । ভূপেন হাজারিকার সেই গান মনে পড়ে যায়- "পৃথিবী আমারে আপন করেছে, আপন করেছে পর...আমি এক যাযাবর...।"
৬। কথার ভিতর লুকিয়ে থাকা কথা বুঝতে পারি না, এমন নয় । না-বোঝার ভান করে থাকি । ভান যে শুধু অপরকে ধ্বংস করার জন্যই কাজে লাগে, আমি বিশ্বাস করি না । ভালো মনূষত্ব অর্জন করার জন্যও মাঝে মাঝে ভানের দরকার হয় ।
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৪২