আলমগীর কুমকুম বলেছেন (Click This Link), "কয়েকজন ব্লগারের নিজেদের বিবেচনায় এবং উদ্যোগে বের করা বইকে "ব্লগের বই" বলা মনে হয় ঠিকনা। এভাবে আরো দু'একজন যদি ভবিষ্যতে এভাবে বই বের করার উদ্যোগ নেয় তাহলে সেটিও কি ব্লগের বই হিসাবে ট্যাগিং পাবে?"
আলমগীর কুমকুম, আপনাকে ধন্যবাদ, এই কমেন্ট করার জন্য। অপর বাস্তব যেহেতু সামহোয়্যারইনব্লগকে পুস্তক মাধ্যমে বিজ্ঞাপিত করে সুতরাং "আরো দু'একজন যদি ভবিষ্যতে এভাবে বই বের করে" তাতে সেগুলিকে "ব্লগের বই" হিসাবে ট্যাগিং করতে সামহোয়্যারইনব্লগ-এর কোনো অসুবিধা দেখি না। বরং এর লেখকদের কেউ এক সময় গুরুত্বপূর্ণ হইয়া উঠলে সামহোয়্যারইনব্লগ-লেখক হিসাবেও তাঁকে ট্যাগ করার সমূহ আশঙ্কা। ব্যক্তি গোষ্ঠিকে ছাইড়া গেলেও গোষ্ঠী ব্যক্তিরে ছাড়বে মনে হয় না। অপর বাস্তবের বহুল প্রচার কামনা করি।
লেখকদের ঐক্য আগলি ব্যাপার।
(ফ্রন্ট পেজ-এ এই পোস্ট অফ রাখছেন কর্তৃপক্ষ?)