এবার আপনার কম্পিউটার এর যে ড্রাইভ এ উইন্ডোজ ইন্সটল করেছেন সেই ড্রাইভে “proXPN” সফটওয়্যার ইন্সটলেশন ডিরেক্টরি তে প্রবেশ করুন করুন তারপর “Bin” নামের একটা ফোল্ডার পাবেন সেটাতে প্রবেশ করুন। যেমনঃ C:Program FilesproXPNbin
এবার সেখানে আপনি নিচের ছবির মত বেশ কয়েকটি ফাইল দেখতে পাবেন সেখানে থেকে চিন্নিত ফাইল দুইটির (openvpn.exe ও proxpn.exe) চালু করার পারমিশন পরিবর্তন করতে হবে। অর্থাৎ run as Administrator হিসেবে চালাতে হবে।
এবার এই লিংক এ ক্লিক করুন এবং জিপ ফাইলটি ডাউনলোড করুন। এর পরে সেখানে কয়েকটি ফাইল পাওয়া যাবে সেই ফাইলগুলো আনজিপ করে আপনার ডেক্সটপ এ নতুন একটি ফোল্ডার তৈরি করে সংরক্ষন করুন।
এর পরে ফাইলগুলোর মধ্য থেকে vpn_by_rahi.ovpn ফাইলের উপরে রাইট ক্লিক করুন এবং নিচের দেখানো ছবির মত করে এ ক্লিক করুন।
এবার কিছুক্ষণ অপেক্ষা করুন দেখবেন আপনার ইন্টারনেট কানেকশন নিচের ছবির মত একটি ইনফরমেশন ম্যাসেজ দিবে(Initialization sequence Completed)তাহলেই মনে করবেন আপনার ফ্রি ইন্টারনেট সার্ভিস অ্যাক্টিভ হয়ে গেছে ।
এই ভিপিএন ব্যবহার করার কারনে ব্লক হয়ে যাওয়া সকল ওয়েব সাইটগুলোও দেখতে পারবেন যেমনঃ ইউটিউব ও অনান্য যেকোনো ব্লক করা ওয়েব সাইট ।
সাবধানতাঃ
► ফোনের মেইন ব্যলান্স এ কোনো টাকা রাখবেন না।
► পারতপক্ষে গ্রামীণফোনের সিম ইউজ করুন কারন একমাত্র গ্রামীণফোন সিমেই ডাটা ইউজাস না থাকলেও কানেক্ট করা যায়।
► গ্রামীণফোনের ১MB অথবা 3MB এর প্যাকেজ নিন। P1 প্যাকেজ দিয়েও হবে তবে এই প্যকাজে 10 MB ইউজ এর পর ফেয়ার ইউজাস পলিসি apply করে। তাই স্পিড কমে যায়। 1MB/3MB প্যাকেজ গুলোতে ফেয়ার ইউজাস পলিসি নেই।
► ফোনে সেই পরিমান রিচার্জ করুন যে পরিমান টকা প্যাকেজ কিনতে লাগে। যেমন 3 MB প্যকেজ কিনতে ১৫ টাকা রিচার্জ করুন।
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১২ রাত ১:১৬