ফেসবুক বন্ধ করা কোন সমাধান না। কেউ কোন বিষয়ে কোনখানে মতামত, সমালোচনা, ব্যঙ্গ-বিদ্রুপ ইত্যাদি করলে সেই মাধ্যমটাকেই বন্ধ করা খুব একটা কাজে যে আসে না, তা ইতিহাস বারবার প্রমান করতেছে।
গণতন্ত্রের চিকিৎসা কেবলই গণতন্ত্র। তা বুর্জোয়া গণতন্ত্র হোক, আর জনগণতন্ত্র হোক।
মুশকিল হইল: আমরা একটা আধাখ্যাচড়া পুঁজিবাদ এ পরজীবী, বহুজাতিক পুঁজির দাসানুদাস শাসকশ্রেনীর শাসনে পরমানন্দে আছি।
ফেসবুক বন্ধ হওয়ায় আমাদের পুতুপুতু জীবনযাপনে হালকা পাতলা বাগড়া হইলেও দিব্যি অন্য আরো অনেক আরামে গা এলায়া দিমু।
শাসক শ্রেনী, তাদের প্রতিক্রিয়াশীল মোল্লাপুরুত অংশ আমাদের এই আরামের খবর জানে। এইটাই তাদের উৎসাহের কারন।
তবু, এইটাই শেষ কথা না। গাছ পইচা আরো গাছের সার হয়।