(অপ্সরাপু, নাফিস ইফতেখার, একরামুল হক শামীম, ব্যাক্টেরিয়া, সাগর ঢাকাকে জন্মদিনের শুভেচ্ছা এবং প্রস্তাবিত গিফট সমূহের তালিকা সম্বলিত কাব্য )
আজকে তোমার জন্মদিন-
এই খুশিতে আমরা নাচি,
তাক ধিনা তাক ধিনাক ধিন!
চলো আমরা আজকে উঠি ভালবাসার লিফটে,
কি চাও বল,ভরিয়ে দেব জন্মদিনের গিফটে।
আলু,পটল,পেঁয়াজ,মরিচ,গাজর,কপি,কদু,
জেলি,আচার,টমেটো সস্,কিংবা খাঁটি মধু।
হাঁড়ি-পাতিল,চামচ,কড়াই,কাঠ,প্লাস্টিক,ছবি,
মগ,বালতি,বদনা,ঘটি আনতে পারি সবই !
নেল পালিশ,লিপস্টিক,স্নো-পাউডার-তেল,
আইলাইনার,লিপলাইনার,লোশান,হেয়ার জেল।
জামা কাপড়,বোরকা,জুতা,মোজা,কামিজ,শাড়ি,
রিক্সা,সিনজি,মোটর সাইকেল,একটা ভলবো গাড়ি।
টিভি,ওভেন,ফ্রিজ,ফিল্টার,ড্রেসিং টেবিল,ঘড়ি,
মুখে দেয়ার তালা কিংবা গলায় দেয়ার দড়ি।
বাজার থেকে তোমার জন্য আর কি আনবো কিনে?
প্লিজ বলোনা,কি চাও তুমি তোমার জন্মদিনে???