আপডেট - ১
একটি বিকাশ অ্যাকাউন্ট খোলা হয়েছে যার নাম্বার ০১৯৪১৯৪৫২৮৬
আপডেট - ২
এখন পর্যন্ত প্রায় ৮০,০০০ (আশি হাজার) টাকা কালেক্ট হয়েছে। তার মধ্যে আমার বন্ধু (যে ইন্ডিয়াতে আছে) – ১৫০০০, ওর পরিবার – ২০০০০, আমি – ১৫০০০, আমার আরেক বন্ধু – ৩০০০, ফিনল্যান্ডের আমার এক বন্ধু – ২০০ ইউরো (এখনো পাইনি, তবে পেয়ে যাব), একজন বিকাশ করেছেন – ৫০০০, ব্যাংকে টিটি করেছেন একজন – ২০০০
এভাবে আমরা সবাই যদি একটু একটু করে এগিয়ে আসি তাহলে হয়ত এ যাত্রা মনিরা বেচে যাবে
আপডেট - ৩
এখন পর্যন্ত ১২০,২৭৭ টাকার সংকুলান হয়েছে। শীগ্রই মনিরাকে ফার্স্ট সাইকেলের কেমো দেয়া হবে। আপনারা সবাই দোয়া করবেন। বিদেশে থেকে টাকা পাঠানোর জন্য:
Monirul Islam
MSA A/C No: 20502360200471314
Islami Bank Bangladesh Ltd. Fayez Khan Tower, Sonabandhu Sarak, Kumarkhali, Kushtia-7010, Bangladesh
SWIFT Code: IBBLBDDH133
সপ্তম শ্রেণির চঞ্চলমতী ছাত্রী মনিরা, বন্ধুদের সাথে খেলতে গিয়ে পড়ে গিয়ে হাঁটুতে সামান্য ব্যথা পায়। সে ব্যথা ক্রমশ বেড়ে গিয়ে পা ফুলে যায়। ডাক্তারের পরামর্শে ওর পরিবার জানতে পারলো ক্যান্সার বাসা বেধেঁছে ওর পায়ে। একের পর এক কেমোথেরাপীর খরচ মেটাতে গিয়ে সর্বস্বান্ত হল ওর পরিবার। তবুও পা বাঁচানো যায়নি।
আমরা কি মনিরার পরিবারের পাশে এসে দাঁড়াতে পারিনা? পারিনা মনিরার স্কুলের বর্ণিল জীবনটাকে আরেকটিবার ফিরিয়ে দিতে? আমাদের সামান্য কিছু দান, যাকাত ফিতরা কিংবা আসন্ন কুরবাণীর ঈদের পশুর চামড়ার টাকা হয়ত মুমূর্ষু মনিরাকে এযাত্রায় বাঁচিয়ে তুলতে পারে। আর কিছু না পারি অন্তত পরম করুনাময় সৃষ্টিকর্তার কাছে দোয়া তো চাইতে পারি ওর জন্য।
ওকে সাহায্য পাঠাবার ঠিকানা
মো: মনিরুল ইসলাম
হিসাব নং – ৪৭১৩
ইসলামী ব্যাংক বাংলাদেশ লি.
কুমারখালী শাখা, কুষ্টিয়া
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




