ভারতের আরএসএস আল-কায়েদার চেয়ে হাজারগুণে ভয়ঙ্কর-----উইকিলিকস
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
ভারতীয় সমাজবাদী দলের সংসদ সদস্য আবু অসীম আজামীর বলেছেন, ভারতের মহারাষ্ট্র বিধানসভায় উগ্রবাগী হিন্দু সংগঠন রাষ্ট্রীয় সেবক সংঘ (আরএসএস) আল-কায়েদার চেয়ে হাজারগুণে ভয়ঙ্কর।
বিশ্বজুড়ে তোলপাড় করা উইকিলিকস-এর ফাঁস করে দেয়া তথ্যের সূত্র ধরে আজামী রাষ্ট্রীয় সেবক সংঘ আরএসএসকে আল-কায়েদার চেয়ে হাজার গুণ বেশি বিপজ্জনক বলে উল্লেখ করেন। আর এতেই তেলেবেগুনে জ্বলে ওঠে আর এসএসএর। আজামীর বক্তব্যের তীব্র প্রতিবাদ করে ভারতীয় জনতা পার্টি (বিজেপি), শিবসেনা (এসএস) এবং মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)'র সংসদ সদস্যরা। উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছায় যে, তিনি অধিবেশন ছেড়ে চলে যেতে বাধ্য হন। উত্তেজিত আজমী বলেন, বিধানসভার নিয়ম-কানুন লঙ্ঘন করে আমাকে এই ইস্যুতে বক্তব্য দিতে বাঁধা দেয়া হচ্ছে।
বিধানসভায় আজামী বলেন, আরএসএস'এর মুখোশ খুলে দিয়েছে উইকিলিকস। ভয়ঙ্কর এই সংগঠনটি কেন আল-কায়েদার চেয়ে হাজার গুণ বেশি বিপজ্জনক তা জনসম্মুখে প্রমাণ করে দিয়েছে উইকিলিকস।
আজামীর বক্তব্যের প্রতিবাদ করে এনজিপির সংসদ সদস্য দেবেন্দ্র পদনাভিস প্রচন্ড উষ্মা প্রকাশ করে বলেন, ‘‘আজামী অপ্রাসঙ্গিক এবং অবান্তর বিষয় সামনে এনে বিধানসভাকে বিভ্রান্ত করতে চাইছেন। বিজেপির অন্যান্য সংসদ সদস্যরা এ সময় আজামীর বিরুদ্ধে দেয়া দেবেন্দ্রর বক্তব্যকে সমর্থন করেন।
বক্তৃতাকালে বিরোধীদের পক্ষ থেকে লাগাতার বাধা আসায় হতাশা প্রকাশ করে আজামী তার বক্তব্য দিতে সুযোগ করে দেয়ার জন্য বিধানসভার ডেপুটি স্পিকার বসন্ত পুরককে অনুরোধ করেন। এ সময় ডেপুটি স্পিকার বলেন, তিনি যে বিষয়টি উপস্থাপন করছেন সেটা অপ্রাসঙ্গিক। তবে বিষয়টির সাথে জনস্বার্থ জড়িত রয়েছে বিধায় তিনি আলোচনার অনুমতি দেন। কিন্তু এরপরও শিবসেনা এবং বিজেপির সংসদ সদস্যরা প্রচন্ড হৈ চৈ করতে থাকে এবং আজামীর বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। বক্তব্য দিতে না পেরে গেরুয়া বসনধারী সংসদ সদস্যদের ঘৃণ্য আচরণের প্রতিবাদে ‘ওয়াক আউট' করেন আজামী। এর আগে কংগ্রেস দলীয় সংসদ সদস্য বাবা সিদ্দিকীর এক বক্তব্যকে কেন্দ্র করে সংসদ উত্তপ্ত হয়ে ওঠে।
সিদ্দিকী অভিযোগ করেন শিবসেনার ভারপ্রাপ্ত সভাপতি উদ্ধব থ্যাকারে মুম্বাইভিত্তিক দু'টি বৃহৎ বাণিজ্যিক প্রতিষ্ঠানের নিকট থেকে অবৈধভাবে অর্থ গ্রহণ করেছেন। টাটা গ্রুপের মুখপাত্র শাহলানী এবং গণসংযোগ প্রধান নিরা রাধিয়ার রেকর্ড করা ফোনালাপ থেকে এটা জানা গেছে। সিদ্দিকী অভিযোগ করেন উদ্ভব রিলায়েন্স এবং টাটা গ্রুপ থেকে অর্থ গ্রহণ করেছেন। তবে তিনি তার এ বক্তব্য ইংরেজিতে দেয়ায় তাৎক্ষণিকভাবে তা বুঝতে ব্যর্থ হন সেনার সংসদ সদস্যরা। সেজন্য তাৎক্ষণিকভাবে এর কোন প্রতিবাদ হয়নি। তবে বিজেপির সংসদ সদস্য পদনভিস সিদ্দিকীর বক্তব্যের জবাব দিয়ে বলেন, এর সাথে উদ্ধভের কোন সংশ্লিষ্টতা নেই।
তিনি বলেন, সিদ্দিকী উদ্ধভের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই অভিযোগ করছেন।
বিস্তারিত-------
http://arabnews.com/world/article212684.ece
১২টি মন্তব্য ৩টি উত্তর
আলোচিত ব্লগ
কোন রাজনৈতিক দলকে খারিজ বা সরিয়ে দেওয়ার পক্ষে নয় জামাত!
কোনো রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা জামায়াতে ইসলামী বাংলাদেশের নেই বলে জানিয়েছেন দলটির আমির আমির ডা. শফিকুর রহমান। বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক... ...বাকিটুকু পড়ুন
সাঁঝের মায়া
সেদিন সন্ধ্যায় ল্যাপটপে কাজ করছিলাম। হঠাৎ অচেনা একটা নম্বর থেকে আমার মোবাইলে ফোন এলো। “হ্যালো, কে?” আমি জিগ্যেস করলাম। ওপাশ থেকে নারীকণ্ঠ অস্পষ্টভাবে কী যেন বলছিল। আমি কিছুই বুঝতে পারছিলাম... ...বাকিটুকু পড়ুন
এলিয়েন স্বীকৃতি না দেয়ার কারন
এলিয়েন বলতে আমরা বুঝি অতি প্রাকৃত শক্তি সম্পন্ন জীব l যাদের শারীরিক সক্ষমতা মানুষ হতে সম্পূর্ণ ভিন্ন l রক্ত মাংসের জীব থেকে ভিন্ন হওয়ার সম্ভাবনা বেশি l রক্ত মাংস... ...বাকিটুকু পড়ুন
গাজী মুক্ত সামু!!
মনপুরা মুভিতে একটা ডায়ালগ ছিলো যে, গাজী বেটারে তুমি চিনো না, বেশি ফাল পাইরো না। এদিকে ব্লগের গাজীকে সবাই চিনে, যারা লাফালাফি করে তারা ব্যবস্থা নেয়,গাজী কিছু করতে পারে না,ব্যান... ...বাকিটুকু পড়ুন
চাঁদ গাজীর ব্যান তুলে নিন/ ব্লগ কর্তৃপক্ষ ‼️
আমি যদি গাজী’ ভাইয়ের যায়গায় হতাম জিবনেও সামু’তে লেখার জন্য ফিরে আসতাম না।
হয় বিকল্প কোন প্লাটফর্ম করে নিতাম নিজের জন্য। অথবা বাঁশের কেল্লার মত কোথাও লিখতাম।
নিচে ব্লগার মিররডডল-এর করা পুরো... ...বাকিটুকু পড়ুন