মাফ করে দে মাগো আমায়
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
তোমর গায়ে জ্বর দেখে মা
ঔষধ কিনব বলে
বেতন নিতে গার্মেন্টস এলাম
সকাল বেলা চলে।
কিন্তু মাগো ভাগ্য খারাপ
হলোনা ঔষধ কেনা
তোমার কাছে এই জীবনে
রইলাম বুঝি দেনা?
বেতন পাওয়ার আগেই মাগো
মরছি বিল্ডিং ধ্বসে
তিন দিন হলো আটকা আছি
ধ্বংসের তলায় বসে।
নিকোষ কালো অন্ধকার মা
পৃথিবীর নাই চিন
কিছুই হেথায় যায় না বোঝা
রাত্রী কিংবা দিন।
দানা পানি নাই গো মা
গলা শুকিয়ে কাঠ
বুকটা যেন যাচ্ছে ফেটে
চৈত্র মাসের মাঠ।
উঠতে বসতে পারছি না মা
ছাদটা নাকের পর
চিৎ হয়ে যে আছি শুধু
পিঠের উপর ভর।
হাতটা আমার আটকা আছে
অন্য লাশের নিচে
গায়ের শক্তি যা ছিল মা
আজকে হেথায় মিছে।
চলন শক্তি নাই তো দেহে
নিস্তেজ হয়ে আছি
জানিনা মা আর কতক্ষণ
এই ভাবেতে বাঁচি?
লাশের গন্ধে যায়না টেকা
নিঃশ্বাস নিতে কষ্ট
আস্তে আস্তে দম বন্ধ মা
মরণ যে স্পষ্ট।
বাঁচতে আমি পারছি না মা
প্রাণ রাখা যে ভার
মাফ করে দে মাগো আমায়,
দেখা হবে না আর।
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মোহাম্মদ শামি একজন ভারতীয় ক্রিকেটার। বর্তমানে চ্যাম্পিয়নস ট্রফি নামে একটি ক্রিকেট টুর্নামেন্ট চলছে আটটি দেশের অংশগ্রহণে। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ভারত-অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিলো। মোহাম্মদ শামি একজন বোলার হিসাবে সে খেলায়...
...বাকিটুকু পড়ুন
জুলাই অভ্যুত্থানের পিছনে ক্রীড়ানক হিসাবে অনেক দেশি ও বিদেশি শক্তির হাত ছিলো বলে শোনা যাচ্ছে। এ প্রসঙ্গে বলে রাখা ভালো শেখ হাসিনার প্রতি জনসমর্থন ২০১৪ সালের পরেই কমতে থাকে। ২০২৪...
...বাকিটুকু পড়ুনহজরত মুসা (আঃ) অত্যধিক বলশালী একজন মানুষ ছিলেন। ওনার শরীরের শক্তি সম্পর্কে কোরআনে উল্লেখ আছে। সুরা আল কাসাসের ২৮ নং আয়াতে আছে;
নারীদ্বয়ের একজন বলল, হে আমার পিতা! আপনি... ...বাকিটুকু পড়ুন
উদাহরণ ১:
"ভাই, নামাজ পড়বেন না ? চলেন।"
"আরেহ, মনের নামাজই বড় নামাজ, ধর্মে কোন জোরাজুরি নাই।"
উদাহরণ ২:
"আপু, বাইরে যাচ্ছো, কিন্তু তমার ড্রেস তো সতর ঢাকা না গুনাহ হবে... ...বাকিটুকু পড়ুন
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ম্যাজিস্ট্রেট পরীক্ষা দেওয়ার সময় তার ভাইভা নিয়েছিলেন একজন ইংরেজ সাহেব ৷ তার কাছে তাকে বাংলা পরীক্ষাও দিতে হয়েছিলো ৷
.
ইংরেজ সাহেব প্রশ্ন করলেন, " Well, বাবু you তো ভালো... ...বাকিটুকু পড়ুন