শহীদুল ইসলাম প্রামানিক
মোদের দেশের শিক্ষাঙ্গণে রাজনীতিকদের খেলা
সকাল দুপুর নাইরে হেথা চলছেরে তিন বেলা
মন্ত্রীর ছেলে নাইরে হেথায় পড়ে বিদেশ টোলে
ফুটুস-ফাটুস চলছে গুলি একটা কিছু হলে।
গরীব-দুখির ছেলেমেয়েরা হয় যে কত লাশ
সন্তান হেথায় মরল যাদের তাদের সর্বনাস।
কথায় কথায় হরতাল চলে ক্লাস হয় আর কতো?
সেশন জটে ভুগছে সবাই কলুর বলদের মতো।
শিক্ষাঙ্গনটা পার হতে ভাই বয়স হয়রে পার
বেকার জীবন চলতেই থাকে চাকরী হয়না আর
যাদের ছেলে বিদেশ পড়ে পাশ দিয়ে সব এসে
এই দেশরই কর্ণধর হয় মালিক মহাজন বেশে।
কেউবা হয়রে কর্মকর্তা সরকারী অফিস খানায়
গরীব ছেলে রাজনীতিতে অপরাধী হয় থানায়।
যুগ যুগ ধরে চলছে এসব হয়না মোদের হুস
ওদের চাকরী এমনি হয়রে গরীবের লাগে ঘুষ।
রাজনীতিকরা নাটাই হাতে আমরা হলাম ঘুড়ি
তাদের মনের ইচ্ছামতো করছি উড়াউড়ি।
সত্য বললে বলছে পাগল তবু বলে যাই
শিক্ষাঙ্গণে রাজনীতি নয় সঠিক শিক্ষা চাই।
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৭