শহীদুল ইসলাম প্রামানিক
“নেতা-নেত্রীর চরিত্র
ফুলের মতো পবিত্র”
এই কথা শুনে
ফুলেরা কেঁদে কয়,
“একই স্বাদ হবে কি
চিনি আর নুনে”?
নেতা-নেত্রী কী করে ফুল তুল্য হয়?
ফুলের মতো পবিত্র কভু নেতা নয়।
ফুল মোরা কভু নাহি খাই সুদ, ঘুষ
সন্ত্রাসীর নাম শুনে করি উসখুস।
অপরাধের খাতায় মোদের নাই কোন নাম
চাঁদাবাজি করি না তো, করি না বদনাম।
মোরা ফুল করি না তো কারো জ্বালাতন
সবার তরেই মোরা থাকি সচেতন।
সুবাস ছড়াই মোরা সব সম তরে
নিঃশ্বাসে নেয় ঘ্রান প্রাণ-মন ভরে।
ধরার শোভা হয়ে ফুটে বনে বনে
প্রকৃতির পানে চাই কত খুশি মনে।
ফুল তুল্য হতে চাও হও পরিমল
মুছে ফেল কালো হৃদে কলঙ্ক সকল।
নিস্পাপ হতে যদি নাহি পারো কভু
নিজের কলঙ্কগুলো নিজে রাখ তবু।
মোরা ফুল সবসময় থাকি নির্দোষ
তোমাদের কথা শুনে মনে হয় রোষ।
ফুলতুল্য নিজে যদি হতে নাহি পারো
পবিত্র নামের সাথে তুলনাটা ছাড়ো।
(ছবি ইন্টারনেট)
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৩