বাচ্চা(জিয়াদ) যে একটা মিথ্যা বানোয়াট ছিলো শুরু থেকেই তার প্রমাণ মিলেছে শুধু আমাদের খেয়ালতার অভাব ছিলো । আমরা যে কতটা বোকা আসুন দেখি
১) ৬০০ ফিট নিচে পড়েও কিভাবে
কেউ বেঁচে থাকতে পারে ?! একেবারে সরু লম্বা পাইপ । পড়েও বেচে থাকবে কি করে ?
২) ক্যামেরায় ব্যঙ,টিকটিকি আর পরিত্যক্ত কিছু জিনিস ছাড়া আর কোন কিছু(বাচ্চাটিকে) কেন দেখা গেলো না?? আচ্ছা সেই জুসের প্যাকেট কই গেলো ?
৩) ৬০০ ফিট নিচে কারো সাথে কোনো ডিভাইস ছাড়া কিভাবে কথা
বলা সম্ভব হয়েছিলো!!! কথার প্রতিধ্বনি বাচ্চার কণ্ঠ এত নিচ থেকে আসবে কি করে ?
৪)বসির কে গর্তের ভিতরে নামার অনুমতি না দেয়ার মানে এমন নয়তো কেউ আগে থেকেই জানতো গর্তের ভিতরে কোন বাচ্চার অস্তিত্ব নেই।।বসিরকে বানানো হয়েছে পরবর্তী কার্যক্রমের নাটক !!
৫) দড়ি প্রথমে এত নিচে যায়নি আর দড়ি ধরে বাচ্চা টান দিলো সেইটান এত উপর পর্যন্ত আসবেনা মাঝখানে লম্বা পাইপের ঘর্ষণে তা মাঝপথেই থেমে যাবে ।
৬) গুটি কয়েক মিডিয়া চ্যানেল ছাড়া অন্য মিডীয়া গুলো কেন কিছু দেখাছিলো না ? কিংবা এইটা নিয়ে কেন খুব একটা খবরও করলো না অন্য মিডিয়া চ্যানেল গুলা ?
৭)জিহাদের মা-বাবাকে কিন্তু যতটা পারা গেছে হাইড করেই রাখা গেছে ।বিশেষ করে বাবাকে । কেনই বা পুলিশ এত ব্যয়বহুল অপারেশনের আগে চারপাশে পুরো এলাকায় বাচ্চাটিকে খুজলো না ।
৮) আজ শুক্রবার ঢাকার রাস্তায় জ্যাম কম ছিলো । আজ অনেক ঠান্ডা থাকার কারণে রাস্তায় মানুষ ও গাড়িও কম ছিলো । সব কিছু আসতে কিন্তু অনেক সময় লেগেছে
৯) মিডিয়ার একেক জনের একেক রকম তথ্য । এত কাছে থেকে এরা কি করে একেক জন একেক রকম তথ্য পায় !! তথ্য তো এক হবার কথা তথ্য সরবরাহ কারী কিন্তু একজনই থাকে । জিহাদ / জিয়াদ / জিয়া এইটাই কিন্তু বড় ঘাপলা
যাইহোক আমরা আসলে আবেগী বাঙ্গালী । আর এইটা কেবল আমরাই জানি আর তাই আমাদেরকেই এই অবস্থার স্বীকার হতে হয়েছে । আজও আমরা ২ আর ২ ভেক্টরগুণ না করে আমরা প্রথমে করি বীজগাণিতিক যোগ । ভালো স্ক্রীপ্ট হলে ভারতীয় টিভি চ্যানেল বাদ দিয়ে যে আমরা বাংলা টিভি দেখি সেইটাও প্রমাণ
আসলে যাদের এই উদ্দেশ্যে ছিলো তারা অনেক চালাক ছিলো মানতে বাধ্য হচ্ছি কিন্তু একটা বিষয়ে তারা বোকা যে তারা বুঝতে পারেনি সবকিছুর একটা শেষ আছে আমরা বাঙ্গালীরা আবেগের বশে বোকামী করি কিন্তু শেষটাও দেখে ছাড়ি । আর পরিস্কার এখন সবাই বুঝে গেছি যে আসল প্রপোগান্ডা কি ছিলো । ১৪৪ ধারার ব্যাপারটা কিন্তু আমরা আসলেই ভুলে গেছি !!
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৬:০১