[ আমরা জেনেশুনে বুঝে কোন যুদ্ধাপরাধীকে ভোট দেবো না]
কথোপকথন ১
এক বন্ধু: কিরে, তুই কোন দল করিস , বলতো সত্যি করে?
অন্যবন্ধু: আমি যুদ্ধাপরাধীদের বিপক্ষে , ব্যাস ..আর কোন দল এর সাপোর্ট এ নেই।
এক বন্ধু: ওহ! তার মানে আওয়ামিলীগ?
অন্যবন্ধু: বুঝলাম না, যুদ্ধাপরাধীদের বিপক্ষ মানে আওয়ামিলীগ... কে বলল রে?
এক বন্ধু: ওকে, তাইলে তুই আওয়ামিলীগ করিস না বল?
অন্য বন্ধু: বললাম তো আমি শুধু রাজাকার কুত্তাগুলোর বিরোধী পক্ষ ...আওয়ামিলীগ! না ...করিনা...
কথোপকথন ২
এক বন্ধু: কোন দলেরে ভোট দেবো বুঝতাছিনা,
অন্যবন্ধু: আসলেই রে, এই এলাকায় বড় দুই দলের যে দুজন প্রার্থী ..তার একজন কদিন আগে জেল থেকে ছাড়া পেলো আর অন্যজন এখনও জেলে ...তাইলে পরিবর্তনটা আইবো কেমনে?
এক বন্ধু: অমুক দলের একজন আছে ...অন্যদের চেয়ে লোক ভাল ...শুনছি, মনেও হয় ভাল লোক
অন্য বন্ধু: আরে দূর , ঐ প্রার্থী তো কোন দিনই জিতবো না, ওনারে ভোট দিয়ে লাভ কি?
এক বন্ধু: লাভ ?...
ভোট কি লাভের জিনিস রে? সবাই এই তোর মতই ভাবে দেখেই তো এই অবস্থা..কাউকে না কাউকে তো ভাল কাজটার শুরু করতে হবে..
অন্য বন্ধ: কিন্তু দূর , তোর কথা শুনলে ভোটটাই নষ্ট হবে, ঐ লোক জিতবেই না...
কথোপকথন ৩
এক বন্ধু: ভালোই হইছে , না ভোট ই দিমু। এই একটা কাজ খুব ভালো করছে নির্বাচন কমিশন।
অন্য বন্ধু: না ভোট দিবি কেন? না ভোট মানে কি বুঝোস। তুই না ভোট দিয়া বলে দিচ্ছিস প্রার্থীদের মধ্যে কেউ যোগ্য না। আদৌতে দেখা যাইবো তুই প্রার্থীগোর মধ্যে ৮০% রেও ঠিক মত জানোস না। না জাইনা এভাবে না ভোট দেয়াটাও নৈতিকতার খেলাপ
এক বন্ধু: বুঝলাম , কিন্তু না ভোট দিলে অন্তত নিজের কাছে ফ্রেশ.. কোন চোর বাটপার , দূর্ণিতীবাজ, জোচ্চর , রাজাকার, স্বৈরাচারীরে অজান্তে বা জেনে ভোট দিয়ে তো ভুল করিনাই।
অন্য বন্ধু: এভাবে না ভোট দিতে থাকলে ...সমস্যার সমাধান হবে..হু হু। বুঝিনা ...যাক তবু তোর না ভোট আছে ..আমি কি করমু?
কথোপকথন ৪
এক বন্ধু: এই জাতির কিচ্ছু হবেনা। ঘুরে ফিরে সব সেই আগের মত।
অন্য বন্ধু: হ ঠিকই। আজব এক জাতি। কিচ্ছু মনে রাখেনা। মনে রাখলে ২০০১ সালে রাজাকার গুলান বড় দলের সাথে জোট বাঁধল, তবুও জাতি ভোট দিতে পিছুপা হলো না
এক বন্ধু: খালি পিছুপা , দেখলা না ২০০ আসন এর বেশী পাইছিল। ২০০১ এর আগের পাঁচ বছর আওয়ামী সরকারের সেই গদবাধা শাসন , জনগণ অতিষ্ট আর ফলে ভোট দিল বিপদলরে , সেখানে রাজাকার আছে কিনা কেউ ভ্র“পে করলই না।
অন্য বন্ধু: এই জাতি যুদ্ধপরাধীদের বিচার তো করতেই পারলনা , বরং তাদেও আজ সম্ভাষনে ব্যস্ত। হবে না , কিচ্ছূ হবেনা।
এক বন্ধু: এই জাতির কপালে এমনে এমনে কি এত দু:খ ...
অন্য বন্ধু: মাঝে মাঝে কি মনে হয় জানিস..আমরা জাতি হিসেবেই কেমন জানি...হয় খুব বোকা না হয় খুব জঘন্য...ঠিক বোঝা যায়না..
এক বন্ধু: নারে , আসলে আমরা খুব বেশী সরল...(!)
[ আমরা জেনেশুনে বুঝে কোন যুদ্ধাপরাধীকে ভোট দেবো না]