বাবার জন্যে অসহিরতা
------------------
গুমোট অস্থিরতা রুখতে শব্দ ভান্ডারে মুখ গুজে খুঁজি শব্দ
বাক্যের পর বাক্য গড়ার প্রচেষ্টায় গড়তে চাই আসলে হয়তো
কবিতার ফাঁদ। যে ফাঁদে বাতাস থাকবেনা, থাকবেনা মধ্যকর্ষন,
কান্নার বারি ঝরবেনা, পড়বেনা ত্বকের ভাজ, জড়োসড়ো হয়ে
বসে থাকব একাকী ফাঁদের নির্জনে। আর চোখ বুজে চলে যাব
বহুদূরে হাসপাতালে ঢাকায় মুমূর্ষু বাবার শয্যালীন শয্যার পাশে।
শব্দ বাক্যে গড়া কবিতার ফাঁদে আমি নির্জনতার প্রতিদান ভুগি,
আশায় বুক বাধি, বেদনার সুর কাটি আর অস্থিরতার কাছে চাই
সাময়িক ছুটি। কেউ ছুটি দেয়না-- কি কল্পনা কি বাস্তব।
নির্জন নির্বাসন কে ভালবাসার এই তো প্রবল প্রতিদান। বাবার
অসুস্থ শিশুর মত মুখ খানি বারবার ভেসে ওঠে, উঠতেই থাকে,
থাকবে দৃষ্টির দূরত্ব না ঘোচা অবধি। অস্তিরতা শব্দ আর বাক্যে
কিছু সময় হয়তো নিজেকে নিজের মাঝে ছাই চাপা দিতে পারে ,
পারেনা বায়ু হীন , মধ্যকর্ষন হীন একটি কবিতার ফাঁদ গড়তে।
রক্তের টান ফাঁদ কেনো মানবে, সেখানে যে অস্থিরতার অবাধ গতি।
11/02/2007
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ১১:৪৪