জানালার কাচ দিয়ে প্রভাতের রাগী সূর্যের আলো এসে পড়ছিল চোখে। ঘুম ভাঙছিল , ভাঙছিল কিন্তু চোখ মেলতে চাইছিল না মন পুরোপুরি। এসি বাসের ফাঁটা জানালার কাঁচ দিয়ে দেখে নিলাম রাস্তার দুপাশের ছোট টিলার সারিগুলো । কক্সবাজারের কাছাকাছি রামুর কোথাও আছি বুঝতে পারলাম। চোখ বন্ধ করলাম ঘুমের সাথে নিঃস্বার্থ আতাতে। পাশে সুমন ও একই রকম অবস্থায় আধো জাগা আধো ঘুম। সেজ মামা র ফোনটা তখনই এল।
কাল কেই তো আব্বুকে সুস্থ দেখে এলাম ( যদিও ভেতরে ভেতরে কঠিন রোগ চাপা সর্বদাই)...মিস্ত্রীরা কাজ করছে , বসে বসে তদারিক করছেন আব্বু। সারারাত রক্ত ভোমিটিং হয়েছে। সকালে নিয়ে যাচ্ছে হাসপাতালে। সোহরাওয়ার্দিতে। ...রক্ত দিতে হবে ডাঃ আমজাদ মামা বলে দিয়েছেন ফোনে। ...
মন ছুটে যেতে চায় ...হায়রে চাকুরী!...
আব্বুর রক্তের গ্রুপটা নাকি আবার বেশ রেয়ার। এবি পজেটিভ। ...কই পাই , কাকে বলি? সুমন কে বললাম ওর ডাক্তার বন্ধূ মহলে একটু জানাতে...জানাল।
ইতোমধ্যে স্টেশনে পৌঁছে গেলাম। ....আপুর দেবরের রক্তের গ্রুপ মিলেছে জানাগেলো। এক বন্ধুকে ফোন করে একজন ডোনার পেলাম। ...মন ভীষন অস্থির। সুমন চলে গেলো ওর জিপির অফিসে। অস্থিরতা কাটাতে ঢুকলাম ব্লগে। তাও অস্থিরতা কাটেনা। চিন্তা করছি অফিসে না বলেই বিমানে করে চলে যাব নাকি? ...( যদিও সম্ভব না, গেলে বলেই যেতে হবে)
........শেষ খবর পেলাম, রক্ত এক ব্যাগ পুষ করা হয়েছে। আমাকে জানানো হয়েছে ডেঞ্জার ইস অভার কামড . ....কিন্তু মন মানেনা। আজকেই কেনো আমাকে আসতে হলো, ..........
হয়তো রক্ত আরও লাগতে পারে। আব্বুর রক্তের উপাদানগুলো ভীষন কমে গেছে , অন্যান্য রোগের( লিভার , স্টোন , ডাযাবেটিস...) জটিলতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে তাতে আরও। এক ডাক্তার বান্ধবীকে বলে রেখেছি , বলেছে তারও রক্তের সেম গ্রপ। যাক একটু শান্তি। ...
//////[গাঢ়]সকাল থেকে এই মন খারাপে একটি জিনিস অনুধাবন করলাম,--আমাদের সবার ব্লগে র প্রোফাইলে নিজের রক্তের গ্রুপটা উল্লেখ করলে কেমন হয়। তাতে কেউ প্রয়োজনে আহ্বান করতে পারবে। অনুরোধ টা কি রাখার মতো ? আমি এখনই আমার গ্রুপ লিখে দিলাম আমার প্রোফাইলে।[/গাঢ়]//////
যারা দোআয় বিশ্বাসী তারা আব্বুর জন্যে দোআ করবেন আর যারা দোআয় বিশ্বাসী নয় তারা আব্বুর সুস্থতা কামনা করবেন আশা রাখি।।
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ১:৫৫