উনাকে কেউ হয়তো প্রশ্ন করেছিল, মানে নিশ্চয় নামধাম জানতে চেয়েছিল। উনার মাথা একটু বেশি গরম।
উত্তরে উনি যা বলেছিলেন তা নিচে দিলাম
আমি পেত্নি-চিনস নাই তালগাছের পেত্নি
না চিনলে রাইতে চিনাইয়া দিমু- খালি ঘুমাইস.
ইটাইয়া যদি তোর টিনের চাল কানা না করছি আমি পেত্নি না-বান্দরের বান্দর।
কয়েক মাস আগে মন্তব্যটা পড়েছেলিম। এখনও একলা বসলে এবং মন খারাপ হলে এই সংলাপটা মনে করে আমি হাসি।
বান্দরের বান্দর হাহাহাহাহাহাহাহাহাহা
উনার ব্লগ
উনি এবার একটা কবিতার বই প্রকাশ করেছেন। মেলায় গেলে অন্তত এককপি কিনবেন।
আমার জন্য দোয়া করবেন। আমার উপর রাগলে আমি আপনাদের কথা বলব।