অখণ্ড ভারতের সশস্ত্র মুক্তিসংগ্রামের এক উজ্জ্বল দৃষ্টান্ত ১৯৩০ সালে চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠন। বীর কন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার অংশ নেন এতে। এ ছাড়াও পাহাড়তলী ইউরোপীয় ক্লাব আক্রমণ করে তিনি ১ জনকে নিহত ও কয়েকজনকে আহত করে নিজে অক্ষত অবস্থায় ফিরে আসেন। বৃটিশ পুলিশের হাতে ধরা পরবার মুহূর্তে তিনি পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মাহুতি দেন ( ১৪ সেপ্টেম্বর ১৯৩২ খ্রি.)।
তবে তার আগে, সমগ্র ভারতবাসীকে তিনি সশস্ত্র মুক্তি সংগ্রামে অংশ নিতে আওভান জানান...
বাঙলার মহিয়সী বীর, এই বিপ্লবী নারীকে শ্রদ্ধা জানাই... লাল সেলাম...
বিপ্লব দীর্ঘজীবি হোক ! ইনকিলাব জিন্দাবাদ !!
" আমার পরাজয়ের অর্থ এই নয় যে, আর বিজয় অর্জন করা যাবে না । " __ আর্নেস্তো চে গুয়েভারা
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৪৬