আমরা ছিলাম ৪ জন, পরে এসে যোগ দিল আরও ১, হলাম আমরা ৫, ময়নামতি ওয়ার সিমেট্রি আমাদের গন্তব্য।সিএঞ্জিতে চড়লাম সবাই,ভাড়া জনপ্রতি ১৫ টাকা,একটু বেশি বোধয়,থাক ঈদের সময় একটু বেশি দেওয়াই যায়, তাছাড়া টাকাটা তো আর আমার পকেট থেকে যাচ্ছে না

!!রাস্তা ফাকা বেশিক্ষণ লাগলো না, আমরা পৌঁছে গেছি তবে

..................... !!!
উদ্দেশ্য আমাদের ব্যর্থ, সিমেট্রি বন্ধ!! লে হালুয়া, ঘুরতে এসে এ কি জ্বালাতন!!

ঈদের দিন সিমেট্রি বন্ধ--এ কেমন নিয়ম! মানুষ সচরাচর কবরে আসে না,ঈদের সময় মন একটু ফুরফুরে, এ সুযোগে চল ঘুরে আসি,কিন্তু না! কবরে আসলে মন খারাপ হবেই,তবে এই মন খারাপ কি কারনে,সেটা আমার পিচ্চি ভাগ্নেও বলে দিতে পারবে !!
সিএঞ্জিতে ওঠো আর ব্যাক করে চল সেই চিরচেনা ধর্মসাগরে---- ৫জনের একজন বলল।
ধর্মসাগরে এসে আরেক লঙ্কাকাণ্ড। চারদিকে শুধু ডিএসএলআরের রমরমা ব্যাবসা


! হাতে আছে ডিএসএলআর, আমি অনেক বড় 'পটুগ্রাপার'-- সবগুলার হাবভাব সিরাম, উৎসুক মানুষের সরি মানবির সংখ্যা কম নয় কিন্তু

!! ছবি তুলতে ক্লান্ত নয় কেউ, মাঝখান দিয়ে পটুগ্রাপার রা টুপাইস কামিয়ে নিচ্ছে---- মন্দ না ব্যাপারটা------ সব সম্ভবের দেশ,বাংলাদেশ

! নাহ, এখানে আমাদের কোন কাজ নেই, নির্মল বাতাস এখানে পাওয়া যাবে না, বাতাসে মেকাপের গন্ধ

! ফিরে চল সবসময়ের প্রিয় আর নির্ভরতার জায়গা--- আমাদের প্রিয় ভিক্টোরিয়া কলেজ মাঠে ।
যাত্রা শুরু করেছিলাম বিকাল ৪ টায়। কলেজে এসে যখন পৌছুলাম, বাজে তখন ৫ টা ৪০ মিনিট। আমরা ছিলাম ৫ জন, পরে এসে যোগ দিল আরও ২ জন। ৪ জন কার্ড খেলছে,আম্রা বসে আছি ভবনের সিঁড়িতে,
রাত বাড়ছে ,নীড়ে ফিরতে হবে ........................।
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:০৭