====================
আপডেট সময়ঃ ভোর ৬ টা (বাংলাদেশ সময়)
রাত ৩ টার আপডেট অনুযায়ী, ঘূর্ণিঝড় কেন্দ্রটি রাত ১২ টার সময় বরিশাল উপকূল অতিক্রম করছিল। এটি এখনো ক্যাটাগরি তিন শক্তিসম্পন্ন (১৯৪ কিমি/ঘন্টা বা ১০৫ নট)। আগামী ১২ ঘন্টার মধ্যে এটি ক্যাটাগরি এক এ পরিণত হবে বলে আশা করা হচ্ছে। সিলেট হয়ে এটির বাংলাদেশ সীমান্ত অতিক্রম করা কথা।
জলোচ্ছ্বাস কত উচুঁ হয়েছে এই আপডেটে আসে নি। এখনো পর্যন্ত একজন নিহত ও ১৬ জন নিখোঁজ (বিডিনিউজ)
লিঙ্কঃ
ওয়েদার আন্ডারগ্রাউন্ডে ঘূর্নিঝড় সিডর ব্লগ
এই লিঙ্ক-এ ঘূর্নিঝড়ের এনিমেশন দেখুন
তথ্যসূত্রঃ
==============
জয়েন্ট টাইফুন ওয়ার্ণিং সেন্টার
ভারতীয় আবহাওয়া বিভাগ
বিডিনিউজ
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০০৭ ভোর ৬:০৮