
আমাদের রিক্সা পেইন্টিংস বরাবরই আমাদের সংস্কৃতির বিশেষ একটা স্থান দখল করে আছে। অতি সাধারণ কিছু জাত-শিল্পীর হাতে আকা অদ্ভুত এবং সুন্দর এই রিক্সা পেইন্টিং গুলো আমাদের কম গর্বের বিষয় নয়। যদিও আজকাল স্ক্রীণপ্রিন্ট, ডিজিটাল প্রিন্ট ইত্যাদির দাপটে রিক্সা পেইন্টিং আর পেইন্টার দের সেই সোনালী দিন আর নাই। ইন্টারনেট ঘেটে কিছু অসাধারণ রিক্সা আর্টস পাইলাম। চলেন দেখি...........
১। আসেন চাঁটগা থিকা শুরু করি


২। এইডা হৈল কুমিল্লার


৩। দস্যু ফুলন দেবীর পেইন্টিং চলতেছে...


৪। হাতী আর বাঘ মাম্মা (মাম্মার অবস্থা কৈলাম ভালা না


৫। গ্রাম-বাংলা-রাখাল-গরু-নদী-নৌকা-পাহার-পর্বত


৬। এইখান আম্রার ঢাকাইয়্যা রিক্সা...পুর্রা ঝাক্কাস


৭। এইডাও ঢাকার রিক্সা


৮। রাজশাহীর মামুর বুঠারাও কৈলাম সেইরম ঝাক্কাস


৯। এইডা আমার বিশেষ ফেভারিট লাগ্সে





১০। এমরান মিস্ত্রী ও চাঁন মিয়া-মঞ্চ নায়ক


১১। Monster Attack......... বাচাঁও..........



১২। নাগ-নাগিনী-


১৩। ৯৭-রতন (উইথ ২ লম্বর)


১৪। জেব্রা কেন পংখীর পিছে.....




১৫। ময়ূর পঙ্খী আর গোলাপ্পুল


১৬। এইডা কি বিমান্বাংলাদেশএয়ারলাইন্স.. আকাশে শান্তির নীড়?


১৭। হালিম ভাই, with the Cruel Birds



১৮। Dont Say 'No' ('না' কৈলে খপরাছে..ঘ্যাচাং..ঘ্যাচ)


১৯। জালালভাই, কোন দিকে যামু আল্লারওয়াস্তে কৈয়া দেন ভচ... ডাইনে নাকি বামে?.... ডাইনে?.... বায়ে?


২০। মায়মুনা


২১। বৃত্তবন্দী



২২। উজ্জল- the Cow & the Train


চলবে.............