ভাল মানের ছবিতে প্রক্ষেপিত আলোর পরে যে জিনিসটি সবচেয়ে বেশী বিবেচনাযোগ্য তাহা হইতেছে লেন্স। সঠিক ও যথাযথভাবে লেন্সের ব্যবহার একটি ভাল ছবির জন্য অতীব জরুরী। ফটোগ্রাফার হিসেবে ভাল মানের একটি ছবির জন্য তোমাকে সঠিক সময়, সঠিক লেন্স ও তার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। লেন্স যত ভালো হউক না কেন তাহার সঠিক ও যথাযত ব্যবহার যদি না করা হয় ভালো মানের ছবি পাওয়া যাবে না। লেন্সের এপারচার ও প্রতিবিম্বের উজ্জ্বল্য পরস্পরের সথে নিবিড়ভাবে সম্পর্কযুক্ত ফটোগ্রফার হিসেবে এই বিষয়ে সম্যক ধারণা থাকা জরুরী।
এপারচার লেন্সের ভিতর দিয়ে আগত আলোক রশ্মিকে নিয়ন্ত্রন করে এবং ডায়াফ্রাম বা আইরিশ দ্বারা এই আলোক নিয়ন্ত্রিত হয়। ডায়াফ্রামের প্রতিটি সেটিং কে বলা হয় f/stop এবং একে নম্বর দ্বারা প্রকাশ করা হয়। এই f/stop দ্বারা লেন্সের ডায়াফ্রাম কি পরিমান উম্মুক্ত অবস্থায় থাকে তাহা বুঝা যায়।

উদাহরণ সরূপ বলা যায় f/৮ এর অর্থ হইতেছে ডায়াফ্রামের উম্মুক্ত ডায়ামিটারের মান লেন্সের ফোকল লেংথ এর এক অষ্টমাংশ, এক্ষেত্রে শর্ত হইলো লেন্সটি অসীম দূরত্ব ফোকাস করতে হবে। এখানে উল্লেখ্য যদি লেন্সটি অসীম দূরত্বে ফোকাস করা হয় তাহলে উদাহরনের f/৮ হইতেছে কার্যকরী এপারচার (effective aperture) আর যদি অসীম ব্যতীত ফোকাস করা হয় তাহলে f/৮ হবে আপেক্ষিক এপারচার (relative aperture)।
ব্যবহারিক ক্ষেত্রে দেখা যায় এপারচার এবং প্রতিবিম্বের উজ্জ্বলতা পরস্পরের সাথে সম্পর্কযুক্ত। ফটোগ্রাফিতে এই সম্পর্ককে প্রতিনিয়ত ব্যবহার করা হয়।
আপেক্ষিক এপারচার (relative aperture) বলতে আমরা বুঝি লেন্সের কার্যকরী এপারচার ও লেন্সের ফোকল লেংথ এর অনুপাত। আপেক্ষিক এপারচার (relative aperture) নিয়ন্ত্রিত হয় দুইটি বিষয় দ্বারা । ১) লেন্সের ভিতর দিয়ে গমনকারী আলোক রশ্মির ডায়ামিটার। ২) লেন্সের ফোকাল লেংথ। সুতরাং একটি সমীকরণ দ্বারা কোন লেন্সের এপারচার প্রকাশ করা যায়।
f = F/D
যেখানে
F = focal length
D = diameter of the effective aperture
f = f/stop, or the relative aperture
যদি একটি লেন্সের ফোকাল লেংথ ৮ ইঞ্চি হয় এবং ইফেক্টিভ এপারচারের ডায়ামিটার
২ ইঞ্চি হয় তাহলে
f = F/D
f = ৮/২ = ৪ হবে।
এক্ষেত্রে লক্ষনীয় যদি কোন লেন্সের ডায়াফ্রাম কম খোলা হয় তাহলে লেন্সের মধ্যদিয়ে কম আলো প্রবেশ করবে এবং f/stop মান বেড়ে যাবে তেমনি বেশী খোলার ক্ষেত্রে আলো বেশী প্রবেশ করবে এবং f/stop মান কম হবে। নীচের চিত্রে বিভিন্ন এপারচারে ছবির পার্থখ্য দেখানো হইয়াছে - যেখানে অন্যান্য বিষয় স্থির ছিল।
যে কোন লেন্স একই f/stop এর মান এটা বুঝায় যে, ফোকাল লেংথ যাই হোক না কেন ফোকাল প্লেনে একই পরিমান আলো প্রক্ষেপিত হইবে। যদি অন্যান্য বিষয় ঠিক থাকে।
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:৪৮