ফোকাল লেংথ - ফটোগ্রাফিতে ফোকাল লেংথ শব্দটি প্রয়শই ব্যবহার হইতে দেখা যায়। বলা হয় অসীম হইতে আগত আলোক রশ্মি একটি লেন্স এর মধ্যে দিয়ে যখন প্রতিসারিত হয় তখন অপর প্বার্শে একটি বিন্দুতে মিলিত হয়। উক্ত বিন্দুকে ফোকাস পয়েন্ট বলে। এক্ষেত্রে ফোকাস পয়েন্ট এবং ফোকাল প্লেন একই দূরত্বে অবস্থান করে। আর লেন্সের অপটিক্যাল সেন্টার থেকে ফোকাল প্লেনের দুরত্বকে ফোকাল লেংথ । বিষয়টা বিশদভাবে জানতে ফোকাল প্লেন, অপটিক্যাল সেন্টার এবং ইনফিনিটি জানতে হবে।

ফোকাল প্লেন - ক্যামেরার ভিতর যে তলের উপর লেন্স থেকে প্রতিবিম্ব তৈরী হয় তাকে ফোকাল প্লেন বলে। সাধারণত ক্যামেরার ভিতর ফ্লিম বা সেন্সর ফোকাল প্লেনের স্থান দখল করে।
অপটিক্যাল সেন্টার - লেন্সের মধ্যে একটি কাল্পনিক বিন্দু যেখানে আলোক উৎস থেকে পতিত আলোক রশ্মি প্রতিসারিত না হয়ে অপর প্বার্শে যায়। নীচের চিত্রে দেখানো হইলো।

অন্যভাবে বলা হয় অপটিক্যাল সেন্টার লেন্সের মধ্যে একটি কাল্পনিক বিন্দু যেখানে দুইটি আলোক উৎস থেকে পতিত আলোক রশ্মি পরস্পরকে ছেদ করে কোন প্রতিসরণ ছাড়া।
ইনফিনিটি- যদি কোন বস্তুকে লেন্সের ফোকস পয়েন্টে স্থাপন করা হয় তহলে লেন্সের সবচেয়ে কাছের বিন্দু এবং প্রতিফলিত আলোর কৌনিক দুরত্ব সবচেয়ে বেশী। এরপর যদি বস্তুটিবে সরিয়ে আরও দূরে স্থাপন করা হয তালে প্রতিফলিত আলোর কৌনিক অবস্থান কমে যাবে যদি ক্রামাগত দুরে সারাতে থাকলে এক সময় কৌনিক অবস্থান কমতে কমতে সমান্তরাল হবে । আর সেই দুরত্ব কে ইনফিনিটি দ্বারা প্রকাশ করা হয়।
ক্যামেরা লেন্সে ইনফিনিটি চিহ্ন দিয়ে প্রকাশ করা থাকে ।
ফটোগ্রাফিতে লেন্সকে প্রকাশ করা হয় তার ফোকাল লেংথ এর মাধ্যমে। ৫০মিমি লেন্স এর অর্থ হইতেছে এর ফোকাল লেংথ ৫০মিমি অর্থাৎ যখন অসীমে ফোকাস করা হবে তখন অপটিক্যাল সেন্টার থেকে ফোকাল প্লেন এর দূরত্ব হবে ৫০মিমি।
ফোকাল লেংথ বস্তুর ইমেজের সাথা সরাসরি সম্পৃক্ত।
আগামী পর্বে সমাপ্য।
অন্যান্য পর্ব
সেন্টার অব ইন্টারেষ্ট Center of Interest
আলো Light
সিমিট্রি Symmetry
রঙ Color
স্পেস Space
Texture বা বুনট
প্যাটার্ণ বা নকশা Pettern
আবয়ব বা Form
আকৃতি বা shape
গোল্ডেন রেশিও Golden Ratio
রেখাকৃতি বিষয় বা Line
রুল অব থার্ড Rule of Third
Balance
Angle of view
Get Closer
Fill the frame
ক্যামেরা কেমনে ধরা হয়
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪৭