মানুষ সূর্যাস্তের বেশী তুলতে চায় কারণ এতে আকাশে বাহারি রঙের খেলা দেখা যায়। সূর্যাস্তের এই বাহারি রং সবার নজর কাড়ে।
ফটোগ্রাফিতে গোল্ডেন আওয়ার বলতে একটা সময় এর দেখা পাওয়া যায় - যদিও সময়টা একঘন্টা না । আর সেই সময়টা সূর্যদোয় এবং সূর্যাস্তে পাওয়া যায়। সে সময় সূর্য থাকে দিগন্তের কাছাকাছি সূর্যের আলো তীর্যকভাবে দীর্ঘ পথ পরিক্রমায় সোনালী আলোর প্রধান্য দেখা যায়। এটাই গোল্ডেন আওয়ার । এই সময়টা একজন ফটোগ্রাফারের জন্য আনন্দের সময়। প্রতিদিন এক জায়গায় এক সময়ের ছবিতেও অনেক পার্থক্য পরিলক্ষিত হয়। এইটাই গোল্ডেন আওয়ারের মুল বিষয়।
আরেকভাবে বলা যায় - সূর্যাস্তের বা সূর্যোদয়ের সময় সূর্যের দিগন্তরেখার ৬* ডিগ্রী নীচে এবং উপরে ৬* ডিগ্রী এর মধ্যবর্তী সময়। অর্থাৎ সূর্যোদয়ের সময় ৬* ডিগ্রী নীচে থেকে ৬* ডিগ্রী উপরের পৌছা পর্যন্ত সময়। সূর্যাস্তের সময় ৬* ডিগ্রী উপর থেকে ৬* নীচে পর্যন্ত সময়।
সুতরাং - ক্যামেরা হাতে নাও উক্ত সময়ের মধ্যে তোমার কাঙ্খিত ছবি তুলে ফেল।
কিছু ছবি দেখি -
অন্যান্য পর্ব
সেন্টার অব ইন্টারেষ্ট Center of Interest
আলো Light
সিমিট্রি Symmetry
রঙ Color
স্পেস Space
Texture বা বুনট
প্যাটার্ণ বা নকশা Pettern
আবয়ব বা Form
আকৃতি বা shape
গোল্ডেন রেশিও Golden Ratio
রেখাকৃতি বিষয় বা Line
রুল অব থার্ড Rule of Third
Balance
Angle of view
Get Closer
Fill the frame
ক্যামেরা কেমনে ধরা হয়
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪৭