
স্পেস হইলো মহাজাগতিক বস্তুর আধার । স্পেস হইলো সেই জায়গা যা বস্তু নিজে ধারন করে। বাস্তবে স্পেস হইলো ত্রিমাত্রিক অর্থাৎ দৈর্ঘ্য ও প্রস্থের সাথে উচ্চতা বা গভীরতাও নির্দেশ করে।
খেয়াল কইরা, ফটুকের মাত্র দুইটা মাত্রা দৈর্ঘ্য এবং প্রস্থ । একজন দক্ষ ফটোগ্রাফার যখন তাহার ফটোগ্রাফিতে তৃতীয়মাত্রার (উচ্চতা বা গভীরতা) মোহাচ্ছন্ন অনুভুতির সৃষ্টি করে এবং ফলশ্রুতিতে ত্রিমাত্রিক বস্তু দৃষ্টিগোচর হয়, তাহাকেই স্পেস নামে আক্ষায়িত করা হয়।
আরেক ভাবে বলা যায় একজন ফটোগ্রাফার তাহার ফ্রেমের ভিতর যে অংশটুকু ব্যবহার করে বস্তুর চিত্র অংকন করে তাহাই স্পেস হিসেবে বিবেচিত হবে।

ফটোগ্রাফিতে স্পেস দুই ধরনের হয় -
১) পজেটিভ স্পেস
২) নেগেটিভ স্পেস
পজেটিভ স্পেস - হইলো সেই জায়গা যা বাস্তবে বস্তু ধারন করে অর্থাৎ ফটুকে বস্তু বা সাবজেক্ট যে জায়গা ধারন করে তাহাই পজেটিভ স্পেস। অন্যভাবে বলা হয় ফটুকের মধ্যে সেই বস্তু যা ফোকাস করা হইয়াছে।
নেগেটিভ স্পেস - ফটুকে বস্তুর বা সাবজেক্টের আশেপাশে যে জায়গা বস্তু বা সাবজেক্ট কর্তৃক ধারন করা হয় নাই তাহাই নেগেটিভ স্পেস বলিয়া বিবেচিত। অন্যভাবে বলা হয় ফটুকের মধ্যে বাকী অংশ যা ফোকাস করা হয় নাই ।

অনেক ফটোগ্রাফার তাহার ফটুক তোলার সময় শুধুমত্রা ফোকাসের আওতার বিষয় বা বস্তুর দিকে মনোযোগী থাকে কিন্তু বাকী অংশ অবহেলিত হয় যা কাম্য নয়। নেগেটিভ স্পেস এর দিকে মনযোগী হওয়া প্রয়োজন সমান ভাবে ।
নেগেটিভ স্পেস এর সঠিক ব্যবহার - তোমার ফটোর বস্তু বা বিষয়কে আরও বিশদ ভাবে ফুটিয়ে তুলবে, আর সঠিক ব্যবহার না হইলে ছবি হয়ে যাবে সাদামাঠা মানে দিক থকে মূল্য কমে যাবে অনেক যা মোটেই গ্রহনযোগ্য নয়। মোটকথা দুইধরনের স্পেসই ফটোগ্রাফিতে তোমার সিদ্ধান্তে বিবেচনার দাবী রাখে সমানভাবে।
সুতরাং শাটার টটিপার আগে ভাবো উভয় স্পেসের দাবী কি পূরণ করা হইয়াছে সমানভাবে ?

এইছবিটি তোলা হয়ছে সাধারণ রুল অব থার্ড অনুসরণ করে এবং প্রজাপতির সম্মুখভাগে বেশী জায়গা দেওয়া হয়েছে যাতে এর সচল দিক নির্দেশ বুঝা যায় স্পষ্টভাবে। এছাড়া ছবিতে বুনট ও রেখাকৃতি বস্তুও খুজিয়া পাওয়া যায়।
অন্যান্য পর্ব
সেন্টার অব ইন্টারেষ্ট Center of Interest
আলো Light
সিমিট্রি Symmetry
রঙ Color
Texture বা বুনট
প্যাটার্ণ বা নকশা Pettern
আবয়ব বা Form
আকৃতি বা shape
গোল্ডেন রেশিও Golden Ratio
রেখাকৃতি বিষয় বা Line
রুল অব থার্ড Rule of Third
Balance
Angle of view
Get Closer
Fill the frame
ক্যামেরা কেমনে ধরা হয়
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৫