
আবয়ব বা Form কোন বস্তু আকৃতির ত্রিমাত্রিক প্রকাশকে নির্দেশ করে যা আলো এবং আধারের খেলায় কোন সাবজেক্ট এর আকৃতি প্রকাশের সাথে সাথে এর গভীরতা সহ এর একটি ব্যাখামূলক চিত্র ফুটিয়ে তুলে।
এর একটি জায়গা দখল করবে।
এটি হতে পারে জ্যামিতিক বা প্রাকৃতিক
মনে রাখতে হবে যে আকৃতি বা Shape দ্বিমাত্রিক এবং Form বা আবয়ব হলো ত্রিমাত্রিক। ( দৈর্ঘ্য, প্রস্থ এবয় উচ্চতা)
ছবিতে sense of space তৈরীতে এর ব্যবহার পরিলক্ষিত হয়।
sculpture, আসবাবপত্র, নান্দনিক শিল্পে এর ব্যবহার দেখা পাওয়া যায়।

সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩০