প্রথমে যেইটা করতে হইবো তা হইলো একখান ক্যামেরা কিনতে হইবো। কি ক্যামেরা কিনবা তা তোমার ওপরে । সব ক্যামেরাতে সব কিছু পাইবা না।
শেখ মুজিব বলেছেন "তোমাদের যার যা কিছু আছে তাই নিয়া ঝাপাইয়া পড়। "
আমিও কই যার যেইটা আছে (যে যেইটা কিনতে পারে) তাই নিয়া ঝাপাইয়া পড়।
যতটুকুন জান তাতেই চলবো।
১) ক্যামেরা খান কিইন্যা বা যেইটা আছে ঐটা অন করো
২) ক্যামেরা যেই ভাবে আছে তাই দিয়া ধুমাইয়া ছবি তুলা শুরু করো।
ধানখেত থাইক্যা গম খেত, আম গাছ হইতে নারিকেল গাছ, বিলাইকুত্তা থাইক্যা বাঘ ভাল্লুক , বাসার পিচ্চি থাইক্যা দাদা-দাদী সামনে যা পাও তার ছবিই তুলতে থাকো ।
তুলতেই থাক তুলতেই থকো .............
কি ভুল হইছে .... পরে দেখবা।

সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:২৩