তাহলে হ্যা ভাই(বোন)রা,আপনি সঠিক ব্লগে এসে পড়েছেন !!
আজকের ম্যাজিক সফটওয়্যারটা আগের দু'টি ম্যাজিক সফটওয়্যারের চেয়ে ও সাইজে ছোট (প্রায় 50kb) কিন্তু কাজ করে দারুন৷আমার "ম্যাজিক সফটওয়্যার" শিরোনামের প্রথম ব্লগে "ম্যাজিক সফটওয়্যার"-১#ওয়েবসাইটের স্ক্রিনশট ছবি আকারে সেইভ করুন এক ক্লিকে...
একটি 814kb এর ম্যাজিক সফটওয়্যারের কথা উল্লেখ করেছিলাম যা দিয়ে কোনো Webpage এর Screenshot এক ক্লিকে JPEG/BPM/GIF/PNG Format এ Save করা যায়৷এবং "ম্যাজিক সফটওয়্যার" শিরোনামের দ্বিতীয় ব্লগে "ম্যাজিক সফটওয়্যার"-২#ছবির Dimension Resize করুন/DiGitaL Camera ব্যবহারকারীরা আরামসে হাজারো ছবি Save করুন...
একটি 212kb এর ম্যাজিক সফটওয়্যারের কথা উল্লেখ করেছিলাম যা দিয়ে কোনো ছবির সাইজ কোনো রকম Quality Loss ছাড়াই কিভাবে আরো ছোট করা যায় (With Image Resizer MAGIC SOFTWARE and Without any Extra Software)৷
এবার আসি মূল কথায়৷প্রথমে এখান থেকে প্রায় 50kb এর সফটওয়্যারটি নামিয়ে আপনার HardDisk এর যেকোনো জায়গায় Unzip করুন৷এরপর EJECTOR.exe ফাইলটি চালু করুন৷আপনার কম্পিউটারের যেখানে ঘড়ি দেখা যায় সেখানে একটা EJECT চিহ্নের আইকন দেখতে পাবেন৷তাতে একবার ক্লিক করুন৷সবকিছু ঠিকঠাক থাকলে আপনার CD/DVD ROM এর Plate বের হয়ে আসবে৷তাতে CD/DVD রেখে আবার ক্লিক করলে CD/DVD ROM এর Plate বন্ধ হয়ে যাবে৷
ম্যাজিক !!!
NOTE :সাধারনত আপনার My Computer এ CD/DVD ROM এ Right Button ক্লিক করলে EJECT নামের একটা অপশন দেখতে পাবেন৷তাতে ক্লিক করলে আপনার CD/DVD ROM এর Plate বের হবে ঠিকই কিন্তু ঢুকবেনা৷এই ছোট্ট ম্যাজিক সফটওয়্যার দিয়ে আপনি CPU কোন রকম স্পর্শ না করেই CD/DVD ROM এর Plate ঢুকাতে/বের করতে পারবেন৷
TIPS 1#আপনি যদি এটাকে Startup Item এ যোগ করেন তাহলে আপনি যতবার কম্পিউটার চালু করবেন ততবার এই সফটওয়্যারটা আপনাআপনি চালু হয়ে যাবে এবং আপনি সবসময় আপনার Taskbar এ এর আইকন দেখতে পাবেন৷এর জন্য Start->Programs এ গিয়ে দেখুন Startup নামের একটা Folder আছে৷Programs এ গিয়ে ঐ Startup আইকনে ডাবল ক্লিক করে Folderটি Open করুন৷এবার আপনি CD-DVD_Rom_Ejector সফটওয়্যারটি যেখানে Save করেছিলেন সেখানে গিয়ে EJECTOR.exe ফাইলটি কপি করে Startup Folderটিতে Paste Shortcut করুন৷এতে আপনার কম্পিউটার যতবার চালু হবে,এই সফটওয়্যারটা ও চালু হয়ে যাবে৷
TIPS 2#Start Menu তে Start লেখার উপর ডানবাটন চেপে Properties->Taskbar->Customize এ যান৷এবার EJECTOR সফটওয়্যারটির আইকন খুঁজে বের করে এর Behavior -Always Show করে দিন৷এতে ঘড়ির পাশেই এর আইকন সবসময় দেখা যাবে৷Taskbar এর সৌন্দর্য বজায় রাখতে যেসব সফটওয়্যার অপ্রয়োজনীয় বলে মনে হয় তার Behavior -Always Hide অথবা Hide When Inactive করে দিন৷
পরবর্তি "ম্যাজিক সফটওয়্যার" রিভিউ প্রকাশিত হবে ব্লগারদের Response এর উপর ভিত্তি করে৷
ম্যাজিক সফটওয়্যার"-১#
"ম্যাজিক সফটওয়্যার"-১#ওয়েবসাইটের স্ক্রিনশট ছবি আকারে সেইভ করুন এক ক্লিকে...
ম্যাজিক সফটওয়্যার"-২#
"ম্যাজিক সফটওয়্যার"-২#ছবির Dimension Resize করুন/DiGitaL Camera ব্যবহারকারীরা আরামসে হাজারো ছবি Save করুন...
(মূল ব্লগ Click This Link ছাড়া অন্য কোথাও মন্তব্য নেয়া হবে না৷মূল ব্লগে মন্তব্য করুন৷)