ব্লগারদের নামের ব্যবচ্ছেদ করলাম । বিজ্ঞানের ছাত্র তো তাই ।
আগেই ক্ষমা প্রার্থী..
সুমন করঃ ইনি হচ্ছেন সেই যে কিনা সামুর কর খেলাপি এর তালিকায় প্রথম অবস্থান করছেন । আরে মানে কমেন্ট এর কর আরকি । কিন্তু তিনি তারপর ও কর দেন না । তাই সামু তার নামের সাথে কর লাগিয়ে দিয়েছে । যদিও এই তথ্য আমাদের ভুয়া সাংবাদিক এর দ্বারা প্রাপ্ত তবুও সত্য বলিয়া আমরা ধরে নিতে পারি ।
বিদ্রোহী ভৃগুঃ ভৃগু শব্দের অর্থ না জানার দরুন তার নামের সাথে স্যারেরা ভৃগু যুক্ত করে দেয় । আমাদের বুলবুলি আফা খবর নিয়া বলছেন যে তারপর তিনি নাকি বিদ্রোহ করে বসেন । এমন কি সামু এর নতুন নিয়মেও তার এলার্জি হইছে । ইহার জন্য ডাঃ হাতুরি এর পরামর্শ নিচ্ছেন । তাই তার এই বিদ্রোহী মনোভাব থেকে নাম হয়েছে বিদ্রোহী ভৃগু ।
শায়মাঃ সামুর খাদ্যবিদ ।
"" আমার সাধ না মিটিল,
আশা না ফুরিল,
সকল ই রান্না খায় মা
তাই রান্না করেন শায়মা ""
কিন্তু গোপন সংবাদ এই যে তিনি তার মায়ের বাধ্যগত । সব কিছু তেই শায় দেন । তাই নাম হয়েছে শায়মা ।
শশ্মান ঠাকুরঃ ইনি ঠাকুর বংশে জন্ম নেন । কিন্তু ছোট থেকেই এর শশ্মান এর প্রতি আলাদা টান আছে । ইহার জন্য তার কোন প্রেমিকাই ঠিকে নাই ।কারণ ডেটিং এর জন্য ইনি শশ্মান ছাড়া কোথাও যেতেন না । শশ্মানের প্রতি ভালবাসার জন্য তিনি সামুতে শশ্মান ঠাকুর নামে পরিচিতি পান ।
টোকন ঠাকুরঃ শশ্মান এর জাতি ভাই । কিন্তু মাথায় চুল নাই । সবাই টাক ঠাকুর বলত আর টোকা দিত টাকে । এই টাক থেকেই এসেছে টোকন
নতুনঃ এনার সম্পর্কে তেমন কিছু জানা যায় না । কারণ ইনি সব সময় নতুন । তবে ইনি পুরান জিনিস বেশি ব্যবহার করে থাকেন । তারপর ও সামুতে নতুন নাম নিয়েছেন ।
রেজা ঘটকঃ এনার সম্পর্কে অনেক সংবাদ আছে । তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনাদের কারো বিয়ের সমস্যা থাকলে এনার সাথে যোগাযোগ করুন । কারণ ইনি এক সময় নামকরা ঘটক ছিলেন । আসলে তার নাম ছিল রেজাউল । কিন্তু নামটা বড় তাই ঘটকালী এর সাথে যুক্ত থাকার কারনে রেজা ঘটক বলেই লোক চিনত । পেশা ছাড়লেও নামটা ঠিক ই রয়ে গেছে । সামুর অন্যতম ব্লগার দের একজন ।
সাদা মনের মানুষঃ এনার কথা কি বলব । ইনি সার্ফ এক্সেল এ ধোয়া কাপড়ের মত ই সাদা । ইনি আকাশের মত বিশাল মত আর বকের মত ধবধবে সাদা মনের অধিকারী । কেউ কিছু চাইলে না করতে পারেন না । তাই কারো যদি বিরিয়ানি খাওয়ার ইচ্ছে জাগে তবে এনাকে নিয়ে যেকোন সমস্যা চলে যান । বিল দেয়ার আর চিন্তা করতে হবে না । ইনি সব বিল দিয়ে দেবেন ।
মনিরা সুলতানাঃ ইনি সামুর সিনিয়ারদের একজন । আপুর সুলতানা নামের সাথে আমার একটা আলাদা টান আছে সেটা বাদ । ইনি এক সময় মনির খানের বড় ভক্ত ছিলেন বলে জানা যায় । মনির খানের স্মৃতি ধরে রাখতেই তিনি তার নামের আগে মনিরা লাগিয়েছে । তখন থেকেই তিনি মনিরা সুলতানা ।
প্রামাণিকঃ ইনি হচ্ছে সেই ব্যক্তি যিনি সব কাজে প্রমান খোজেন । ডাল লবন কম কেন হলো এর জন্য তিনি একবার শার্লক হোমস কে ডেকেছিলেন প্রমাণ যোগাড় করার জন্য জানা যায় । এনার কাজ ই হচ্ছে সব কিছুতেই প্রমান খুজে বের করা । স্কুলে যদি কেউ ০ পেতে কেন পেয়েছে সে বিষয়ে ইনি প্রমাণ খুজে বেরাতেন । তাই সামু তার নাম প্রামাণিক ছাড়া আর কোন কিছু দেয় নাই ।
কল্লোল পথিকঃ ইনি ছোট বেলা থেকে হাটতে পচ্ছন্দ করেন । রেকড আছে ইনি নাকি সব জায়গায় হেটে যাওয়ার চেষ্টা করেন । আসলে এর পিছনে মূল উদ্দেশ্য হচ্ছে টাকা বাচানো । ইনি কিপ্টে টাইপের মানুষ । তাই এনার কোন হেলদোল নাই । তিনি কিপ্টেমিতে বাংলাদেশের রেকর্ড ভেংগেছে । ভবিষ্যৎ এ গিনেজ বুক কিপ্টেমিতে নাম তোলার ইচ্ছে আছে । তাই ইনি হাটার উপরেই আছেন । পথ এ পথে হাটে সেখান থেকে পথিক আর অরজিনাল নাম কল্লোল এর সাথে কল্লোল পথিক ।
সামু পাগলা০০৭ঃ ইনি একজন জেমস বন্ড ভক্ত । তবে গোপন সংবাদ এই যে ইনি পাবনার পাগলা গারদে ছিলেন পৌনে দুই দিন । তারপর তাকে ছেড়ে দেয় হাসপাতাল কতৃপক্ষ কিন্তু এখনো মাঝে মাঝে সমস্যা দেখা দেয় ।
চাঁদগাজীঃ ইনি সামুর সেই ব্লগার যিনি শহীদ হতে চেয়েছেন কিন্তু পারেন নি । মানে বিয়ে করে মানুষ শহীদ হয় এনিও চেয়েছেন কিন্তু পারেন নি । তারপর চাদে যাওয়ার প্রজেক্ট হাতে নেন কিন্তু সেখানেও ফেল মারেন । তাই সবাই তাকে চাঁদগাজী বলে ডাকতে থাকে । নামটা যাতে হারিয়ে না যায় তাই সামুতে ইনি চাঁদগাজী নাম নেন ।
আবারো ক্ষমা প্রার্থী যদি দুঃসাহস দেখাই । নিরমল আনন্দ দান শুধু উদ্দেশ্য । ভাল থাকবেন সবাই ।
((চলবে))
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ১০:৩৪