প্রথমের আসছে ব্লগার কুনোব্যাঙের "কুনোব্যাঙের ভালবাসা এবং বিরহ" বইটি ! বইটিতে আছে দুর্দান্ত প্রেমিকের ভালবাসা এবং নিজের প্রেমিকাকে হারানোর করুন কাহিনী !
এর পরেই আছে কাল্পনি_ভালবাসার "কন্যা পালাবে কোথায়" বিয়ের আসর থেকে পাত্রী কিভাবে পালায় এবং পরে আবার পাত্রের কাছে কিভাবে ধরা পরে যায়, সেই কাহিনী নিয়ে এই উপন্যাস টি রচিত !
জনৈক আবাসিক গৃহস্বামী বইটিতে লেখক দেখিয়েছেন একজন স্বামী তার পুরো বিবাহিত জীবনে কতটা যন্ত্রনা সহ্য করে !
হামা ভাই হাতে কলমে লিখেছেন গল্প লেখার ১০১ টি উপায় !
পরীর জীবনে দৈত্যের আগমন এবং কিভাবে পরী আবারও সেই দৈত্য কে বধ করে সেই কাহিনী নিয়ে এই রূপকথা টি রচিত !
নোটিশবোর্ড কেন কোন কথার উত্তর দেয় না সেই কথা নিয়েই এই বই !
ধীরে ধীরে একটি মানুষ কিভাবে জীবিত থেকে বিবাহিতের দিকে এগিয়ে যায় এই বইটি পড়লে আপনি সেটাই জানতে পারবেন !
একটি স্বপ্ন কিভাবে একটি স্বপ্নই রয়ে যায় কিভাবে হৃদয় ভেঙ্গে খান খান হয়ে যায় এই বইয়ের প্রতিটি লাইনে সেই কথাই লেখা আছে !
কিং মেসি এবং তার জীবনাদর্শ নিয়েই এই বইটি লেখক যত্ন সহকারে লিখেছেন !
সেফ হওয়ার আগে একজন ব্লগারকে কতটা অপেক্ষা করতে হয় এই বইতে সেই অপেক্ষার যন্ত্রনার কথা লিপিবন্ধ আছে !
একজন একা ফটোগ্রাফারের গল্প লেখা হয়েছে এই বইটিতে !
কিভাবে ম্যারিড হয়েও এভেইলএবেল হওয়া যায় এই বইটিতে সেই কথাই লেখা আছে উদাহরন সহ !
একজন গোলাপ ভাই হয়ে ওঠার গল্প ! কত আনন্দ কত বেদনা কত ত্যাগ সব কিছু লেখা আছে এই বইতে !
ফেসবুক কিভাবে জীবনে মূল্যবান সময় খেয়ে ফেলছে এবং এর থেকে পরিত্রানের উপায় লেখা আছে এই বইটি ! বইটি তরুণ সমাজে বেশ সাড়া ফেলে দিয়েছে !
জীবনের প্রথম প্রেম পত্রে কত বানান ভুল ছিল সেই কাহিনী নিয়েই এই বইটি রচিত !
মোটামুটি এই বই গুলোর কথাই মনে আছে । সামনের বার যদি স্বপ্নে আবার সেই বইমেলায় যাই তাহলে আবারও দেখে আসবো আর কোন কোন ব্লগারের বই বের হল !
সংযুক্তিঃ
দেখা যাচ্ছে স্বপ্নে আমি একা ছিলাম না ! আমার সাথে কুনো ভাইও ছিল । সে আমার বইটা দেখে এসেছে !

আইডিয়াঃ একজন ঘূণপোকার একটি পোস্ট থেকে !
বিঃদ্রঃ পোস্ট টা কেবল ফান হিসাবেই নেওয়া হয়েছে । কাউকে হেহ করা কিংবা কাউকে ছোট করার জন্য না । যাদের যাদের নাম নিয়েছি আশা করি যে কেউই এই পোস্ট দেখে রাগ করবে না ! তবুও যদি এই ১৫ জনের কারও এই পোস্ট নিয়ে একটু আপত্তি থাকে দয়া করে আমার ইনবক্সে জানাবেন ! আমি যথা শীঘ্র সম্ভব সেটা এডিট করে দিবো ! ধন্যবাদ !
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৫৬