মাঝ রাতে পরী নামে
টিপটিপ কয় পা, এগিয়ে !
একলা হাটে !
চোখ বুঝে চেয়ে থাকে
কখনও দুরে আবার
অথবা মনের খুব কাছে !
আরও কয় পা এগিয়ে
নির্জন রাতে কোলে হারিয়ে যাওয়া !
অথবা কারো জন্য চোখ ভিজিয়ে কাঁদা !
এই রাতের নীল কারো সাথে
অথবা কিছু না রাখা কথামালাতে !
একাকী হেটে বেড়ানো !
কল্পনায় কারো হাত ধরে
অথবা কাউকে দেওয়ালে ভেঙ্গে
সামনে এগিয়ে চলা !!
কিছুটা সময়ের মোহ !
কিছুটা সময়ের কাছে আসা !
তারপর নির্মম ভাবে তাকে ছুরে ফেলা !
হয়তো আবার দেখা হবে !
কোন ছুটির সকলে
ভুলে যাওয়া সেই চেনা পথে
একটা সময় চেনা ছিল কত
ফুল পাখি আর চেনা মুখ যত !
কিছুটা সময় কল্প মানুষের হাতটি ধরে
আরো কিছু পুরানো কিছু কথা !
কিছুটা সময় আবার টিপটিপ মুখ লুকানো
সেই ভুলে যাওয়া একরাশ কষ্টের এগিয়ে চলা !!
কি লিখলাম কে জানে ??


