খুব কি বেশি চেয়েছি কখনও ?
অথবা যা তুমি দিতে পারবে না !
কেবল একটু খানি !
কখনও বা তাও না !
কিছু আমার নাই বা রয়ে
কিছু টা না হয় তোমার বয়ে
খুব ক বেশি তা ?
বারেবার আমি রয়েছি চেয়ে !
এই বার হয়তো এইবার তা আসবে আমার ঘরে ।
এখনও চুপটি করেই আছি
করছি অপেক্ষা ! আমি জানি,
তবুও মন কে কিভাবে জানাই সে কথা !
সে তো জানে না ।
জানলেও মানতে নারাজ তা !
হাজারটা বান আসলে পরেও বলবে, লাহা,
আমার পাখি এমন নহে !
হচ্ছে যা হোক !
তবুও পাখি আমারই ছায়া !
তার দারা তো হবেই না কো
আমার নীরকে শূন্য করা !
মনটি তবুও উদাসই গেল
সারাটা বিকেল একলা চল
যেদিককেই তারই ছায়া
কখনও হাসি অথবা কায়া
আমি যে পারি বুঝি
মনের মাঝেই একলা খুজি
আবার পেয়ে হারিয়ে ফেলি
কি হারালাম সেই হিসাবে
বলতেই গেলেই পারান যাবে !!
বুক ফেটে কান্না সেই কান্না এলে
বলি যাই হোক যাবে ফেলে
আমার পাখি, টিয়াপাখি সব কিছুতেই রইবে পাশে
হাতটি ধরে, জীবন ঢেলে !!
আমি কবিতা লিখতে পারি না কিছুতেই ! আজ মনটা ভাল নেই ! আমি কেন জানি সব কষ্ট গুলো আমার টিয়া পাখির কাছ থেকেই পাই !! আর কি এক সমস্যায় পড়েছি তার উপর রাগও করতে পারি না !!
তখন কেবল একটা কথা মনে মনে ভাবি ! আমার টিয়াপাখি আমার সাথেই থাকবে ! কখনও আমাকে ছেড়ে যাবে না ! যাবে না !
আলোচিত ব্লগ
ভারতীয় পতাকার অবমাননা
বাংলাদেশের ২/১টি বিশ্ববিদ্যালয়ে ভারতীয় পতাকার অবমাননা আমার কাছে ছেলেমী মনে হয়েছে। ২০১৪ সাল থেকে ভারত বাংলাদেশের রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপ করার কারণে বাংলাদেশের মানুষের মনে প্রচন্ড রকমের ভারত বিদ্বেষ তৈরি হয়েছে।
কিন্ত... ...বাকিটুকু পড়ুন
ভিসা বন্ধ করায় ভারতকে ধন্যবাদ।
ভারত ইদানীং ভিসা দিচ্ছেনা; তারা ভিসা না দিয়ে আমাদেরকে শিক্ষা দিতে চায়! তাদের করদ রাজ্য হাতছাড় হওয়া খুবই নাখোশ, এতোই নাখোশ যে মোদী মিডিয়া দিনরাত বয়ান দিচ্ছে এই দেশে... ...বাকিটুকু পড়ুন
ভারতের চিকিৎসা বয়কট এবং
ভারতের এক হাসপাতাল ঘোষণা দিয়েছে বাংলাদেশের কোন রুগিকে তারা চিকিৎসা দিবে না। কিন্তু মজার ব্যাপার হলো যে হাসপাতাল থেকে এই ঘোষণা দেয়া হয়েছে সেই হাসপাতালে চিকিৎসা নেয়ার জন্য বাংলাদেশের... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। চামচা পুঁজিবাদ থেকে চোরতন্ত্রে পরিণত হয়েছিল দেশ
চামচা পুঁজিবাদ থেকে দেশ চোরতন্ত্রে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, আমলা, রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা মিলে চোরতন্ত্র করেছে।
সোমবার... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাকে ভারত ফেরত পাঠাবে তবে............
শেখ হাসিনাকে বাংলাদেশে বিচারের জন্য ভারতের কাছে ফেরত চাইতে হলে অবশ্যই বাংলাদেশকে প্রতিহিংসামূলক বিচারপদ্ধতি বাদ দিতে হবে। বিচারে শেখ হাসিনা যাতে ন্যায় বিচার পান বাংলাদেশকে আগে তা নিশ্চয়তা... ...বাকিটুকু পড়ুন