খুব কি বেশি চেয়েছি কখনও ?
অথবা যা তুমি দিতে পারবে না !
কেবল একটু খানি !
কখনও বা তাও না !
কিছু আমার নাই বা রয়ে
কিছু টা না হয় তোমার বয়ে
খুব ক বেশি তা ?
বারেবার আমি রয়েছি চেয়ে !
এই বার হয়তো এইবার তা আসবে আমার ঘরে ।
এখনও চুপটি করেই আছি
করছি অপেক্ষা ! আমি জানি,
তবুও মন কে কিভাবে জানাই সে কথা !
সে তো জানে না ।
জানলেও মানতে নারাজ তা !
হাজারটা বান আসলে পরেও বলবে, লাহা,
আমার পাখি এমন নহে !
হচ্ছে যা হোক !
তবুও পাখি আমারই ছায়া !
তার দারা তো হবেই না কো
আমার নীরকে শূন্য করা !
মনটি তবুও উদাসই গেল
সারাটা বিকেল একলা চল
যেদিককেই তারই ছায়া
কখনও হাসি অথবা কায়া
আমি যে পারি বুঝি
মনের মাঝেই একলা খুজি
আবার পেয়ে হারিয়ে ফেলি
কি হারালাম সেই হিসাবে
বলতেই গেলেই পারান যাবে !!
বুক ফেটে কান্না সেই কান্না এলে
বলি যাই হোক যাবে ফেলে
আমার পাখি, টিয়াপাখি সব কিছুতেই রইবে পাশে
হাতটি ধরে, জীবন ঢেলে !!
আমি কবিতা লিখতে পারি না কিছুতেই ! আজ মনটা ভাল নেই ! আমি কেন জানি সব কষ্ট গুলো আমার টিয়া পাখির কাছ থেকেই পাই !! আর কি এক সমস্যায় পড়েছি তার উপর রাগও করতে পারি না !!
তখন কেবল একটা কথা মনে মনে ভাবি ! আমার টিয়াপাখি আমার সাথেই থাকবে ! কখনও আমাকে ছেড়ে যাবে না ! যাবে না !

আলোচিত ব্লগ
সংস্কার না করেই ডক্টর ইউনুসকে বিদায় নিতে হবে
সংস্কার, বিচার ও নির্বাচনের জন্য ডক্টর ইউনুসের সরকার জুন’২৬ পর্যন্ত সময় চেয়েছেন। সেনাপ্রধান ও বিএনপি তাঁদেরকে ডিসেম্বর’২৫ এর বেশী সময় দিতে সম্মত নয়। আওয়ামী বিরোধী আন্দোলনে বিএনপি আওয়ামী... ...বাকিটুকু পড়ুন
দেশের দরীদ্র সমাজ এখনো ফুটপাতে ঘুমাচ্ছেন
বেরিয়েছিলাম উত্তরা যাওয়ার উদ্দেশ্যে। মানিক মানিক মিয়া এভিনিউ পার হওয়ার সময়ে, খামারবাড়ির সামনে গোল চত্বরে হঠাৎ চোখ গেলো। চত্বর ঘিরে সারি সারি মানুষ শুয়ে আছেন। গত সরকারের আমলে আমার এলাকার... ...বাকিটুকু পড়ুন
ড. ইউনূসের ক্ষমতার ভারসাম্য এবং পিনাকী গং-এর সংঘবদ্ধ মিথ্যাচার ও সামাজিক প্রতারণা
এই পোস্টটি মূলত ঢাবিয়ানের পোস্ট "বিএনপি - জুলাই বিপ্লবের বিশ্বাসঘাতক" এবং জুল ভার্নের পোস্ট "আব তেরা ক্যায়া হোগা কালিয়া!"-এর প্রতিক্রিয়া হিসেবে লেখা।
বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতা ও সংস্কারের দাবির বিষয়ে... ...বাকিটুকু পড়ুন
বর্তমান রাজনৈতিক টালমাটাল অবস্থার প্রেক্ষাপট এবং প্রত্যাশা......
বর্তমান রাজনৈতিক টালমাটাল অবস্থার প্রেক্ষাপট এবং প্রত্যাশা......
বিএনপি নেতারা ডক্টর ইউনূসের দেখা করতে সময় চেয়ে এক সপ্তাহ ধরে ঘুরতেছেন। কিন্তু ইনটেরিম প্রধানের শিডিউল- ই পাচ্ছেনা। আর ওদিকে নাহিদ শুনলেন, ডক্টর... ...বাকিটুকু পড়ুন
ওগো ভিনগেরামের নারী, তোরে সোনাল ফুলের বাজু দেবো চুড়ি বেলোয়ারি......
সেই ছোটবেলায় আমার বাড়ির কাছেই একটা বুনো ঝোপঝাড়ে ঠাসা জায়গা ছিলো। একটি দুটি পুরনো কবর থাকায় জঙ্গলে ছাওয়া এলাকাটায় দিনে দুপুরে যেতেই গা ছমছম করতো। সেখানে বাস করতো এলাকার শেষ... ...বাকিটুকু পড়ুন