টিয়াপাখি এমন ভাবে তাকাল যেন এর থেকে আজব কথা আর কোন দি সে শোনেই নি !
-তাহলে ?
আমার করুন মুখ দেখে তার একটুও মায়া হল না । বলল
-অন্তত পাঁচ !
-পাঁচ????
আমি যেন আকাশ থেকে পড়লাম । পাঁচ ভরির দাম কত হিসাব আছে ?
আমি আবার বললাম
-এর কম দিলে হবে না ?
-উহু ! হবে না ।
টিয়াপাখির সাথে বিয়ে নিয়ে হিসাব করছিলাম । কত টাকা লাগবে কি কি কিনতে হবে এই সব । এখন দেখছি এই প্রসঙ্গ তোলাই ভুল হয়েছে ।
বিয়ের কথা আসলেই সোনার কথা আসে । কিন্তু সোনার ভরির যা দাম তাতে তো দেখছি আমার বিয়েই করা হবে না । আর সোনা না দিলেতো বিয়েও হবে না । তাইবলে পাঁচ ভরি ???
এখন এক ভরির দাম মনে হয় ৫৭ হাজার টাকা । সেই হিসাবে ২ লাখ ৮৫ হাজার । এই তিন লাখ !!
আমি বললাম
-আর কি লাগবে?
টিয়াপাখি একটু ভাবল । বলল
-এই মনে কর টিভি আর ফ্রিজ তো লাগেই।
-আচ্ছা । টিভি কি ফ্লাট নাকি এলসিডি ?
-এখন এসব চলে নাকি ? স্যামসাং এর স্মার্ট টিভি গুলো আছে না ? ঐটা কিনতে হবে । অথবা সনি ব্রাভিয়া হলেও চলবে
গেল আরো দের লাখ ।
-ফ্রীজ??
-এই মনে কর ১৪ সেফটির একটা কিনতে হবে ।
৩৫ হাজার ।
-আর শোন, আলাদা একটা ডিপ ফ্রিজ কিনতে হবে । একটার মধ্যে সব কিছু ঢোকানো যাবে না ।
-বাবু, ১৪ সেপটির ফ্রীজ তো অনেক বড় । আমাদের দুজনের জন্য কি আর আলাদা করে ডিপ ফ্রীজ কেনার দরকার আছে?
-শোন বেশি কথা বলবা না । যা বলছি তাই ! ডিপ ফ্রীজ লাগবে মানে লাগবে !
-আচ্ছা বাবু, রাগ করে না । তুমি যা বলবা তাই ।
ডিপ ফ্রীজ আরো ৪০ হাজার ।
আর শোন আইপিএস কিনতে হবে কিন্তু । গরম আমার একদম সহ্য হয় না ।
আইপিএস ২৫ হাজার ।
-আর কিছু লাগবে না । ঘরের আসবার পত্র ?
-ওসব তো লাগবেই
আসবার পত্রতে মোটামুটি আরো দেড় লাখ টাকা ।
দেখা যাক এখন মোট কত টাকা লাগবেঃ
স্বর্ণ পাঁচ ভরি ৩০০০০০/=
টিভি ১৫০০০০/=
ফ্রীজ ৩৫০০০/=
ডিপ ফ্রীজ ৪০০০০/=
আইপিএস ২৫০০০/=
আসবারপত্র ১৫০০০০/=
মোট ৭০০০০০/=
সাত লাখ টাকা??????
আমার বিয়া করতে এখন সাত লাখ টাকা লাগবে?????
বিয়ের খরচ তো এখনও ধরি নি । এখ ন কি হবে ??
আমি কেমনে বিয়া করুম????
আম্মু!!!!!!!




তার পরেও যদি এই শেষ হত ??
কিন্তু তা তো না । বিয়ের পরও তো আরো কত খরচ । বলা যায় কেবল আমার খরচের খাতা শুরু হলো । এখন???