বলিনি ভালবাসতেই হবে
বলেছি শুধু ভালবাসি
বলেছি নিজের ভালবাসার কথা
বলেছি অনুভূতির কথা
বলেছি যখন তুমি সাথে থাকো
যখন চোখে চোখ রেখে কথা বল
কি ঘোরলাগা দৃষ্টিতে তোমার দিকে তাকিয়ে থাকি
বলেছি তোমাকে যতই দেখি
মনে হয় যেন আরো দেখি
কিছুতেই এই মনের পিপাশা মিটে না
বলেছি অনুভূতি গুলো কিভাবে জেগে ওঠে তোমার স্পর্শে
তোমার হাতখানা যখন ধরি
কি শিহরণ বয়ে বুকের মধ্যে
বলেছি, যখন তোমাকে চুম্বন করি
যখন এই ঠোট ঐ ঠোটকে স্পর্শ করে
কি মাদকতা খেলা করে পুরো শরীরে
আরো বলেছি কিভাবে তোমাকে ভালবাসি
আর কিভাবে তোমাকে ভালবাসতে চাই
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০১২ বিকাল ৩:৩৩