তুমি আমার
সবচেয়ে প্রিয় সকাল বেলার ঘুম,
তুমি আমার
ঠোটের কোনে আলটো মিষ্টি চুম ।
তুমি আমার
ভোর বেলারই সিগ্ন্ধ ঘাসের শিশির,
তুমি আমার
ঘুম ভাঙ্গানো পাখির কিচির মিচির ।
তুমি আমার
তীব্র সূর্য আর তপ্ত রোদের দুপুর,
তুমি আমার
গান শোনানো ভালবাসার নুপূর ।
তুমি আমার
স্বপ্ন ঘেরা শেষ বিকেলের আলো,
তুমি আমার
প্রথম বলা তোমায় বাসি ভালো ।
তুমি আমার
অভিমানের রাতের নিরবতা,
তুমি আমার
বলতে চাওয়া না বলা কত কথা ।
তুমি আমার
বাঁচিয়ে রাখা ভালবাসার গান,
তোমার জন্যই
বেঁচে আছি আর বেঁচে আছে এই প্রান ।
(কবিতাটি লেখা আমার টিয়া পাখির জন্য)
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০১১ সকাল ১০:৫২