ভাষা দিবস ও শহীদ মিনার নিয়ে কিছু ঐতিহাসিক উপাত্ত
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১৯৫২ সালের তখনকার পূর্ব পাকিস্তানের ভাষা আন্দোলনকে মূলত ভারতের প্রচারণায় একটি সমাজতান্ত্রিক (কম্যুনিস্ট) ষড়যন্ত্র হিসেবে প্রচার করেছিলো পাকিস্তান সরকার। তার প্রমাণ মিলে ঢাকার মার্কিন দুতাবাস থেকে পাঠানো জরুরী তারবার্তায়। আমি কিছু প্রামান্য ইমেজ ফাইল তুলে দিচ্ছি যাতে এই স্বাক্ষ্য মেলে।
১ম তারবার্তা (২৩ ফেব্রুয়ারি ১৯৫২) (ছবি ২ ও ৩)
এটি ঢাকার তাৎক্ষণিক অবস্থার একটা প্রামাণ্য দলিল হতে পারে। ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রীর রাষ্ট্রভাষা উর্দু হবে ঘোষণার প্রতিবাদে ১৪৪ ধারা ভেঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বিক্ষোভ ও তাতে পুলিশের গুলি চালানোর কথা বলা হয়েছে এখানে। মৃতের সংখ্যা ২২ ফেব্রুয়ারি পর্যন্ত ১৪ জন বলে অনুমান করা হয়েছে। রাজনৈতিক নেতৃত্ব কম্যুনিস্ট ও আওয়ামী লীগের হাতে বলে সন্দেহ। একই দিন প্রাদেশিক সংসদে নুরুল আমিনের প্রস্তাবে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার একটি প্রস্তাবনা আনা হয়েছে বলে উল্লেখ।
২য় তারবার্তা (২৫ ফেব্রুয়ারি ১৯৫২) (ছবি ৪)
পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষণ সম্বলিত এই বার্তায় ২৭ জানুয়ারি '৫২ ঢাকায় খাজা নাজিমউদ্দিনের ভাষণে উর্দূকে রাষ্ট্রভাষা করা হবে বলে পুনোরুক্তি গোটা পূর্ব পাকিস্তানে বিক্ষোভের আগুন জ্বালিয়ে দিয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
৩য় তারবার্তা (২৮ ফেব্রুয়ারি ১৯৫২) (ছবি ৫)
এই বার্তায় ২৭ ফেব্রুয়ারি ছাত্রদের নির্মিত শহীদ মিনার সরকারী তৎপরতায় ধ্বংস করার উল্লেখ করা হয়েছে। ছাত্রাবাসে তল্লাশী চালিয়ে ২৭ জন কম্যুনিস্টকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়। পাশাপাশি বন্দীদের মুক্তিসহ ছাত্রদের ৯ দফা দাবির উল্লেখ করা হয়েছে এতে।
দ্বিতীয় দফা শহীদ মিনার ধ্বংস (১৯৭১) (ছবি ১)
২৫ মার্চের ক্র্যাকডাউনের পর গুড়িয়ে দেয়া হয় শহীদ মিনার। সেখানে বানানো হয় মসজিদ। কিন্তু অকুতোভয় এক মুক্তিযোদ্ধা বিধ্বস্ত মিনারের দুটো ইট এনে তাতে ফুলের মালা দিয়ে নীচে লিখে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ জিন্দাবাদ।
এ বিষয়ে জামাতে ইসলামীর মুখপাত্র দৈনিক সংগ্রামে ১২ মে ও ১৬ জুলাইয়ে প্রচারিত সংবাদের উল্লেখ: (ছবি ৬)
১২ মের সাংস্কৃতিক অনুপ্রবেশের ইতি হোক শিরোনামে লেখা হয় :
হিন্দুস্তানী সংস্কৃতি মুসলমান সংস্কৃতিতে প্রবেশ করে পূর্ব পাকিস্তানের সংস্কৃতি ক্ষেত্রের প্রচণ্ড ক্ষতিসাধন করেছে। যার ফলে রাজনৈতিক ক্ষেত্রে আমাদের জাতীয় শ্লোগানের গুরুত্বপূর্ণ অংশ আল্লাহু আকবর ও পাকিস্তান জিন্দাবাদ বাক্যগুলি বাদ পড়ে এগুলোর জায়গা নিয়েছিলো জয় বাংলা। মুসলমানী ভাবধারার জাতীয় সঙ্গীতের স্থান দখল করেছিলো মুসলিম বিদ্বেষী হিন্দু কবির রচিত গান।...
শহীদ দিবসের ভাষা আন্দোলনে আত্মত্যাগী মুসলমান ছাত্রদের জন্য দোয়া কালাম পড়ে মাগফেরাত কামনার পরিবর্তে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনার্থে হিন্দুয়ানী কায়দা, নগ্নপদে চলা, প্রভাতফেরী, শহীদ মিনারের পাদদেশে আঁল্পনা আকা ও চন্ডীদেবীর মূর্তি স্থাপন ও যুবক-যুবতীদের মিলে নাচগান করা মূলত ঐসকল পত্রপত্রিকা ও সাংস্কৃতিক মাধ্যমগুলির বদৌলতেই এখানে করা সম্ভব হয়েছে।
১৬ জুলাই 'ইতিহাস কথা বলে' সম্পাদকীয়তে তারা লেখে : আইউব খানের গভর্নর আজম খান ছাত্রদের খুশী করার জন্য যে শহীদ মিনার তৈরি করলেন তাকে পুজা মন্ডপ বলা যেতে পারে কিন্তু মিনার কিছুতেই না। যাহোক সেনাবাহিনী সেই কুখ্যাত মিনারটি ধ্বংস করে সেখানে মসজিদ গড়ে শহীদদের প্রতি যথার্থ সম্মান প্রদর্শনের চেষ্টা করেছেন জেনে দেশবাসী খুশী হয়েছে।
ছবি ৭ : খাজা নাজিমউদ্দিন ও জিন্নাহ
৪২টি মন্তব্য ২টি উত্তর


আলোচিত ব্লগ
ব্লগারদের হতে হবে দেশের চিন্তাশীল সমাজের অগ্রনায়ক
আমার ৭ বছর ১১ মাসের ব্লগিং ক্যারিয়ারে ১০,০৭৩টি কমেন্ট করেছি। প্রতি পোস্টে গড়ে যদি ২টা করে কমেন্ট করে থাকি, তাহলে, আমি কম করেও ৫০০০টি পোস্ট পড়েছি। এর অর্থ, বছরে প্রায়... ...বাকিটুকু পড়ুন
আমাদের শাহেদ জামাল- ৭৮
আমার বন্ধু শাহেদ। শাহেদ জামাল।
খুবই ভালো একটা ছেলে। সামাজিক এবং মানবিক। হৃদয়বান তো অবশ্যই। দুঃখের বিষয় শাহেদের সাথে আমার দেখা হয় মাসে একবার। অথচ আমরা একই শহরে... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। ভারত গেলেন সন্তু লারমা
বাংলাদেশ বড় একটা গেইমে পড়তে যাচ্ছে আর এই গেইমের ট্র্যাম্পকার্ড সন্তু লারমা!!
আমি হাসিনারে বিশ্বাস করলেও এই সন্তুরে বিশ্বাস করতে চায়না। সন্তু মোদি আব্বার কাছে যাচ্ছে শান্ত্ব... ...বাকিটুকু পড়ুন
সৃষ্টির ঋণ....
সৃষ্টির ঋণ....
মধ্য দুপুরে ডেল্টা হাসপাতাল থেকে বেরিয়ে সিএনজি, বাইক, উবার কিছুই পাচ্ছিনা। অনেকটা পথ হেটে বাংলা কলেজের সামনে বেশকিছুক্ষণ দাঁড়িয়ে থেকে একটা রিকশা পেয়েছি....ঘর্মাক্ত ষাটোর্ধ কংকালসার রিকশাওয়ালাকে দেখে এড়িয়ে যাওয়ার... ...বাকিটুকু পড়ুন
হেফাজত ইসলামের মহাসমাবেশ: প্রধান ইস্যু কি কেবল নারী সংস্কার কমিশন বাতিল ?
হেফাজত ইসলাম মে মাসের তিন তারিখ এক বিশাল সমাবেশ আয়োজন করে। সমাবেশ থেকে সরকারের কাছে প্রায় বারো দফা দাবী তুলে ধরা হয়। সরকার যদি বারো দফা দাবী মেনে... ...বাকিটুকু পড়ুন