সবাইকে স্বাগতম।
আসুন কল্পনায় একটা ছবি আকি।
১৯৭১ সাল। তথাকথিত মুক্তিযুদ্ধ কিংবা স্বাধীনতা লাভের ষড়যন্ত্রটি ব্যর্থ হয়েছে। প্রেসিডেন্ট ইয়াহিয়া খান মহাখুশী। দেশপ্রেমিক সেনাবাহিনী এবং রাজাকার-আলবদরদের অশেষ প্রচেষ্টায় পাকিস্তান ভাঙার নীলনক্সা বাস্তবায়িত হতে পারেনি। ষড়যন্ত্রকারী কুচক্রীদের গ্রেপ্তার করা হয়েছে। তথাকথিত মু্ক্তিযুদ্ধে অংশগ্রহন করতে ইচ্ছুক এবং সমর্থনকারীরাও আটক। ইয়াহিয়া ভাষণ দিলেন মহান আল্লাহতায়ালা পাকিস্তানকে রক্ষা করেছেন, ষড়যন্ত্রকারীরা ব্যর্থ হয়েছে।" এরপর গর্ভনর টিক্কা খানকে নির্দেশ দিলেন সামরিক ট্রাইবুনাল বসাতে। তবে নির্দেশ, শুধু একজনকে ফাঁসি দিতে হবে। এই দৃষ্টান্তমূলক শাস্তি সামনে রেখে বাকিদের সাধারণ ক্ষমা দিয়ে দিতে। কাকে ফাঁসি দিতেন টিক্কা?
প্রশ্নটাও সহজ আর উত্তরও তো জানা।
আজগুবি সব কথাবার্তা শুনি। বঙ্গবন্ধু জাতির পিতা? কোন জাতি? বাঙ্গালী না বাংলাদেশী? মুসলিম জাতির পিতা তো হযরত ইবরাহীম (আঃ)। আর কোনো জাতির পিতা আমরা মানি না। এইসব প্রশ্ন সম্বলিত গাইড বই ৪৮/১ এ পুরানো পল্টন থেকে ছাপানো ও বিলি করা হয়। এখান থেকে একাত্তরে রাজাকারদের সার্টিফিকেট দেয়া হতো (তখন বাড়ি নম্বার ৩৬ পুরানো পল্টন)।
যাহোক এইসবে সচেতন বাঙালী বি্ভ্রান্ত হবেন না। আমাদের জাতিগত পরিচয় আমরা আগে বাঙালী। নানা রাজনীিতর কুটচালে পশ্চিম আর পূর্ব ভাগ হয়েছি। পশ্চিম বাংলা এখন ভারতের। পূর্ব বাংলা পাকিস্তান হয়ে এখন স্বাধীন বাংলাদেশ। আমাদের সিভিতে পাসপোর্টে আমরা ন্যাশনালিটি বা জাতীয়তা বাংলাদেশী লিখি, মুসলমান নয়। সেটা লিখি রিলিজিয়ন অংশে। তাই আমরা মসুলমান জাতি না। আমরা বাংলাদেশী বাঙালী যারা ধর্মে কেউ মুসলমান, েকউ বা হিন্দু, খৃস্টান-বৌদ্ধ।
আমাদের জাতির পিতা শেখ মুজিবর রহমান। বায়োলজিকাল ফাদার নন তিনি। এ জাতিকে মুক্তির দিশা দিয়েছেন তাই।
একাত্তরের পরাজিত শক্তি, তাদের দোসর এবং চেতনাধারীরা এই স্বীকৃতির মূল আঘাত করতে বরাবরই মরিয়া। নানাভাবে বিতর্কিত করতে চেয়েছে তার হাজার বছরের এই শ্রেষ্ঠ বাঙালীকে। মুজিবকে ছোট করতে তার বিরুদ্ধে তারা যেসব বিতর্ক তোলে :
১. স্বাধীনতার ঘোষনা করেছেন জিয়াউর রহমান
২. ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু জয় বাংলা, জিয়ে পাকিস্তান বলে ভাষণ শেষ করেছেন
৩. বঙ্গবন্ধু মোটেও বাংলাদেশের স্বাধীনতা চাননি
৪. ইয়াহিয়া খান ও জুলফিকার আলী ভুট্টোর সঙ্গে আপোষ করতে চেয়েছিলেন মুজিব
৫. ২৫ মার্চ না পালিয়ে মুজিব আত্মসমর্পন করেছিলেন পাকিস্তান সেনাবাহিনীর হাতে
৬.স্বাধীন বাংলায় মুজিব স্বপরিবারে লুটপাট চালিয়েছেন
৭. শেখ মুজিব একজন ব্যর্থ শাসক ছিলেন।
উপরের ৭টি পয়েন্টে আমি ধারাবাহিক আলোচনায় যাব পয়েন্ট বাই পয়েন্ট। ব্লগাররা আলোচনায় স্বাগতম। এই পয়েন্টগুলোতে বিতর্ক শেষ হলে নতুন পয়েন্ট তুলতে পারেন যে কেউ। চেষ্টা করব সেগুলোর জবাব দিতে।
(চলবে)
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০০৯ রাত ১১:৪২