নামলেন, বঙ্গবন্ধু। অনেক শুকিয়েছেন। মুখেও ক্লান্তির ছাপ। নিমেষেই উবে গেলো। এক চিলতে হাসি ফুটে উঠল মুখে। সেই ১০ মাস আগে বলে গেছেন 'আর আমাদের দাবায়া রাখতে পারবা না।' ফলে গ্যাছে। বাংলাদেশ স্বাধীন।
জনারণ্য। ভিড় ঠেলে এগুলেন প্রিয় সহযোদ্ধাদের দিকে। নজরুল ইসলাম, তাজউদ্দিন। নিরাপত্তায় থাকা ভারতীয় সেনাবাহিনীর অফিসাররা দায়িত্ব ভুলে বিস্ময়ে তাকান কিংবদন্তীর দিকে। তাকে একটু ছুঁয়ে দিতে হুড়োহুড়ো পরে যায়। ট্রাক মিছিল রওয়ানা হয় রেসকোর্সের দিকে।
ফিরেছেন বঙ্গবন্ধু।
ফিরেছিলেন ঠিক ৩৫ বছর আগে এই দিনে। তার স্বপ্নের স্বাধীন বাংলাদেশে। মুক্তিযুদ্ধের পূর্ণাঙ্গ বিজয়। এইদিনে!
পাদটীকা : ৬ ঘণ্টার ব্যর্থ চেষ্টা, ভিডিও আপলোড করা গ্যালো না! এভাবেই সই
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০০৮ সকাল ৭:৫৮