নিস্তব্ধ শেষ রাত বলছি আমি,
আমি শোক গাঁথা কোনো ঘুমহীন আত্মার,
নিরব চিৎকার যার শত প্রচন্ড ব্যথার গল্প শুধু।
শুধু একটু ঘুমের আকুতি যার চোখ জুড়ে
মন জুড়ে কোনো স্বপ্নের আহবান,
আমি তার শয্যা পাশে রয়েছি বসে।
সে শত যন্ত্রনায় রক্তাক্ত এক মস্তিস্ক,
নীল কষ্টেরা লিন হয়ে যে হৃদয় কুঁড়ে কুঁড়ে খায়,
বেদনা বিমর্ষ কোনো ক্লান্ত মানুষের গল্প আমি।
দিনের আলো ছোঁয় না যাকে কখনো,
সেই অন্ধকারে নিমজ্জিত বাসিন্দা
আর তাদের চিরচেনা দীর্ঘশ্বাস আমি।
আমি দিনের দুরাশাকে আচ্ছাদনে ঢেকে রাখার ব্যর্থতা,
কুয়াশা ঢাকা কোনো নির্জন উপত্যকা।
মনের অন্ধকার কোণের পাপ-ভাবনা,
নষ্ট জীবন প্রেরণা,
আর মৃত্যুর নির্মম আলিঙ্গন আমি।
তোমার মাঝের অশুভ প্রেতকে খুঁজতে যেওনা,
আমি ওর মাঝেই বসবাস করি,
সমস্ত ভয়াল রূপ নিয়ে, ওখানেই করি বিচরণ।
আমি রাতের শেষ প্রহর,
আমি অগুনিত হতাশ মনের জেগে থাকা সত্ত্বা,
আমি সেই সব প্রানের নিরব কানানাকানি, নির্বাক হাহাকার,
যাদের বিবর্ণ মুখে একরাশ ক্লান্তি আর মৃত্যর অপেক্ষা।
আমি লুপ্ত ঘুম তোমার,
তোমাতে অনুরনিত দ্বিধা।
হে ঘুমন্ত শত প্রান,
আমাকে খুঁজতে যেওনা,
আমি অভিশপ্ত এক পাপ বলছি,
যার বিষ-নি:স্বাস তোমাকে খুঁজে ফিরে।
রাতকে খুঁজোনা কভু,
খুঁজোনা তার ভয়ালতম শেষ প্রান্তকে।
দিবা তবে হয়ত ফুটবেনা আর,
আমি রাত্রি দ্বিপ্রহর,
দুরে থেক, হয়ত ফেরা হবে না তোমার,
ফিরতে দেবনা তোমায়।
উৎসর্গঃ ঘুমহীন রাতগুলোকে।
[ছবিঃ সংগৃহীত]
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৩৪