somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লেখক বেশি, পাঠক কম, দেশ প্রেমিক আরও কম, কিন্তু সবথেকে কম হল দায়িত্ববোধ সম্পন্ন মানুষ, ইহাকেই কি ব্লগ বলা হয়? আমার ব্লগ জীবন সমাচার (00১) :|

০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লগ ও ব্লগারদের নিয়ে লিখতে শুরু করার ধৃষ্টতা করেই ফেললাম! ব্লগে আমার বেশিদিন হয়নি। দিকভ্রান্ত*পথিক ব্লগ লিখেছেন: ২ মাস ২ সপ্তাহ ...দিন...ঘণ্টা... মিনিট...সেকেন্ড...মিলিসেকেন্ড......মাত্র(কখন পোস্ট দেখছেন সেই হিসেবে পরেরগুলো বসিয়ে নিয়েন)।

পোস্টটি করা হয়েছে সামুর কিছু অসঙ্গতি(যা আমার মনে হয়েছে) ও আমার সবথেকে প্রিয় ব্লগারদের সম্মান জানাতে।

লিখতে ভাল লাগত সবসময়ই, তবে জুকারবার্গ ভাইয়ের ওখানে চ্যাট করে আর খুদে খুদে স্ট্যাটাস দিয়ে মন ভরেনি কোনদিনই। বছর দুয়েক আগে জানাপুর ব্লগ ব্যবহার করতে দেখছিলাম এক বড় ভাইকে, তখনি ভেবেছিলাম, হয়ত আমিও একদিন...... একা থাকার কয়েকদিনে সিদ্ধান্ত নিয়ে যোগ দিয়েই দিলাম আপনাদের সাথে!

বিদেশীগুলোকে কখনই আপন হয়নি, না মানুষ, না ফেবু, টুইটার, হোয়াটএভার! তবে বাংলার এই ব্লগ অনেক আপন লাগে। শত প্রতিকুলতা সত্ত্বেও কিছু মানুষের জন্যে ব্লগে আসতে অনেক ভালো লাগে। কিছু কারণে এই অল্প দিনেই সামু অনেক আপন ও ভালো লাগার জায়গা হয়ে গেছে। অন্যায়ের প্রতিবাদ করতে না পারার সাফোকেশন কেটেছে, মনের ভাব প্রকাশ করতে না পারার পরাধীনতা কেটেছে, সামু সহ আমার প্রিয় ব্লগারদের জানাই অন্তর থেকে ধন্যবাদ তাই।।

অনেক জ্ঞানী মানুষের আধার এই ব্লগ, নিজেকে অনেক ক্ষুদ্র মনে হয়, যখন দেখি আপনাদের মাঝে এত জ্ঞান। আপনাদের লেখনি, প্রজ্ঞা নিজের ক্ষুদ্রতা আর অজ্ঞানতার সাথে বারবার পরিচয় করিয়ে দেয়।

আগে দুটো কথা বলতে চাই:

ব্লগে সাহিত্য চর্চার সুযোগ যথেষ্টই, আমরাই কিন্তু গলাটিপে হত্যা করছি সেটিকে। একজন লেখকের একটি কবিতা লিখতে হয়ত সপ্তাহ, মাস লেগে যায়, গল্প লিখতে আরো বেশি!! অথচ আমরা পড়ে দেখবার ইচ্ছাও পোষণ করিনা। এটি ঠিক নয়, আপনারা সাহিত্যকে যত উত্সাহ দিবেন, ততই বেশি উন্নত মানের লেখা পাবেন, সবার থেকেই।

১৮+ পোস্টে পাগলের মত হুমড়ি খেয়ে না পড়ে, গঠনমূলক পোস্ট দেখবার আহবান জানাই আমার বিজ্ঞ ব্লগারদের।

রাজনৈতিক ক্যচাল বা জাময়াত শিবির তর্ক চলবে, কিন্তু ব্লগ মানেই মনে করিনা যে ওসবই সবকিছু! তাই এমন না শুধু ক্যাচাল পোস্টে আগ্রহ রাখবেন।

প্রথম পাতা বেজায় ছোট, হয় পাতা বড় করুন, নাহয় কিছু একটা ভাবুন!! মিনিটের মধ্যে দ্বিতীয় পাতায় পোস্ট চলে গেলে গিয়ে দেখার ধৈর্য অনেকেরই নাই!! সময় নির্দিষ্ট করে দিতে পারেন, প্রথম পাতায় ৫ মিনিট, দ্বিতীয় পাতায় ৭ মিনিট তারপরে থেকে স্বাভাবিক ভাবে চলতে দেওয়া যায়! শুধু বলতে চাইছি, কর্তৃপক্ষ, এই বিষয়ে কিছু একটা ভাবুন। অনেকে শুধুই ব্লগে লিখেন, একটি গল্বেসনামূলক পোস্ট লিখতে কয়েক দিনও লেগে থাকতে পারে, সেটি যদি কেউ নাইই পড়ল, কি লাভ? পোস্টের গুরুত্ব হিসেবেও মডারেশন করে উপর নিচ করে দেয়া যায়!! যেটি নির্বাচিত পাতার থেকেও বেশি কার্যকর হবে বলে মনে করি।

ব্লগে দলীয় না, দেশের স্বার্থটি সবসময় দেখার চেষ্টা করুন। আপনি যাকে সমর্থন করেন, সে খারাপ করলেও সমালোচনা করুন, আপনার বিরোধী দল ভালো করলেও প্রসংসা করুন। এটি হচ্ছে সুস্থ রাজনৈতিক চিন্তাধারা। শুধু বিরোধিতার খাতিরে বিরোধিতা করার ফলাফল কিন্তু আমাদের বাংলাদেশ।
সর্বোচ্চ পোস্টদাতা সেরা ব্লগার, এই মানদন্ড কে নির্ধারণ করেছেন? আপনার প্রজ্ঞাকে নতজানু সালাম জানাতে চাই।


আর কিছু বলবনা, অনেক আঁতলামি করলাম, তবে যা অনুভব করেছি তাই বললাম।


মন থেকে বিশেষ সম্মান আমার সবথেকে প্রিয় ব্লগারদের প্রতি:

সবার প্রিয় ইমন জুবায়ের ভাইয়ের সাথে কখনো কথা বা দেখা হয়নি, তবে পরিবারের এত প্রিয় মানুষটিকে হারিয়ে ব্যথা পেয়েছি, ওনার আত্নার শান্তি কামনা করছি।

নিয়েল (হিমু) ভাই(ওনাকে সত্যিকার হিমু মনে হওয়াতেই এই ঘটনা, ভাই হলুদ পাঞ্জাবি ট্রাই করবেন। আর মাঝে মাঝে পোস্ট করলে জনগণ কিছু শিখতে পারে।),

দায়িত্ববান নাগরিক ভাই(আপনার নিক ও Iron Man দুইটাই আমার খুব পছন্দের! কারণ ওগুলোর সার্থকতা আপনার কাজেই।) ,

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা আপু(আপু আপনার কোনো কোনো মন্তব্যের গভীরতা ধরতে না পেরে অনেক সময় আবার একটি পোস্ট লিখতে ইচ্ছে করে, মন্তব্যটির উপরে),

একজন আরমান ও ঘুড্ডির পাইলট(সমাজের প্রতি নিবেদনের ইচ্ছে মুগ্ধ করেছে),

অপূর্ণ ভাই(সামাজিক দায়িত্বশীলতার জন্যে নিন শ্রদ্ধা),

আমিনুর রহমান ভাই(সামাজিক দায়িত্বশীলতার জন্যে নিন শ্রদ্ধা),

লোনলিফাইটার, আলতামাশ, লিঙ্কনহুসাইন, চলতি নিয়ম ও হিমু ভাই সহ আরও যাদের সাথে একই যুদ্ধে আমিও সহযোদ্ধা, তাদের সালাম জানাই।

ইখতামিন ভাইয়া(লজ্জা পাইছি ভাই, আমার শ্রদ্ধা নিবেন),

শের শায়েরী ভাই(আপনিও লজ্জা দিছেন, তবে একটা প্রশ্ন, তেলের দাম বাড়ে কেন ভাই?),

আরজু পনি আপু(আপনি যে কত বেশি উদ্যমী ও সম্মানের দাবিদার তা না হয় নাই বললাম),

চেয়ারম্যান০০৭(আপনের কমেন্ট বাঁধাই করে রাখা যায় ব্রো),

জনৈক গণ্ডমূর্খ (লেখা ও মন্তব্য দুটি ভালো লাগে আপনার)

সিডির দোকান আর তার ভালা অইসে রে বিষয়ে আর কি বলব(দশ মাসের পোস্টটা দিয়া ভালই ভ্যাবা ও চ্যাকা খাইয়েছিলেন, আফামনি ভেবেছিলাম আপনাকে)

মাক্স, বিকারগ্রস্থ মস্তিস্ক, পরিবেশ বন্ধু ভাই, গিয়াসলিটন ভাই, শূন্য পথিক ভাইয়ের সবসময় সাথে থাকা ভালো লাগে। প্রথম থেকেই সাথে পেয়েছি।

S R Jony ভাই, রীতিমত লিয়া ও সাকিন উল আলম ইভান ভাইয়ের সমাজের প্রতি নিবেদন দেখে মুগ্ধ হয়েছি।

সামুর ইতিহাসে সবথেকে সেরা ব্লগার, যার ব্লগিং এর সুখ্যাতির সুবাস এমনকি বছর আগেই ফেবুতে ম ম করছিল, তার কথা আর না বললেই নয়, ঔপন্যাসিক সাঃ উঃ জাঃ মোহাম্মদ মোর্শেদুল কুতুব চৌধুরী মজনু !! সময় করে উনার ব্লগে একবার ঘুরে না আসলে জীবনটাই বৃথা, দেশের সবথেকে প্রতিভাবান মানুষটিকে শ্রদ্ধা জানাই।

একজনের নাম বলতে ভুলেই গেছিলাম। আসলে ভাইটি কখনো সেভাবে মন্তব্য করেন নাই তো তাই লিখিনি। আর ওনাকে ভাই ডাকি তাই স্বজন প্রীতিও বর্জন করার চেষ্টা করছিলাম। পরে, উনি কান্নাকাটি করতে থাকলে অনার নাম যুক্ত করে দেয়া হল, প্রিন্স হেক্টর ভাই, আপনাকে ভালা পাই, প্রতিবেশিকে পর্দাটা কিনে নিতে বলবেন........

ছোট্ট নিথীকে আন্তরিক ধন্যবাদ সবসময় সাথে থাকার জন্যে।

আরজু পনি, আশরাফুল ইসলাম দূর্জয়, প্রিয়তমেষূ, স্বপনবাজ ও আরও যারা কবিতা লিখতে উত্সাহ দিয়েছেন(ব্লগে এই বিষয়ে উত্সাহ খুব কম মানুষই দেন) তাদেরকে মন থেকে কৃতজ্ঞতা জানাই।

শাকিল খাঁন একজন সেরা ব্লগার, কপি পেস্ট আমার ভালো লাগেনা, উনি জবাব ও দেন না, ভাই কি আমাকে পছন্দ করেন না?

TO MY BLOG FAMILY!!!
ইমন ভাইকে যেভাবে সবাই স্মরণ করলেন, আমাকে হয়ত কেউই করবেন না, আমি তার যোগ্যও নই, তবে বিশ্বাস করুন, আমি চেষ্টা করব!! আপনাদেরকে তো আমি সবসময়ই মনে করতে পারব, এটাও বিশাল পাওয়া!!

আমি জানতাম না যে আমার চিন্তার সাথে এত মানুসের একাত্ততা আছে!! আমি দিকভ্রান্ত পথিক আমার ফেবুতে নিকনেম হিসেবে সেই ক'বছর আগে দিয়েছি !! তাই এখানেও দিলাম! কিন্তু একি!?? অনেকেই আমার মতই পথিক, অনেকেই দিকভ্রান্ত!! খাইছে!! যেনারা আমার মিতা, তেনাদের কিছু কিছু উদাহরণ:

দিকভ্রান্ত কমুনিটি:-
দিকভ্রান্ত একা ,দিকভ্রান্ত উন্নাসিক, দিকভ্রান্ত, দিকভ্রান্ত পথিক, দিকভ্রান্ত পথিক, দিকভ্রান্ত পথিক, দিকভ্রান্ত একা, দিকভ্রান্ত পথিক ১, দিকভ্রান্ত পথক্লান্ত, দিকভ্রান্ত পথিক ২, দিকভ্রান্ত আধুলী, দিকভ্রান্ত উন্মাদ!

পথিক কমুনিটি:
পথিক, পথিক, পথিক, অচেনা পথিক, উদভ্রান্ত পথিক, মাহবুব পথিক, আহত পথিক, রক্তাক্ত, পথিক, সুরঙ্গ পথিক, পথিক কবি, পথিক!!!!!!!, অচেনা পথিক, নিঃসঙ্গ পথিক, ক্লান্ত পথিক, পথিক০, পথিক পরিবার, অভ্র পথিক, উদাসী পথিক, ভ্রান্ত পথিক, অচেনা পথিক, মহাজাগতিক বৃষ্টিতে অনন্তকালের পথিক, উদাসীপথিক, পথিক, ভ্রাণ্ত পথিক, অতীতের পথিক, আসিফ আনোয়ার (পথিক), পথহারা পথিক, অশান্ত পথিক, অচেনা পথিক, দাড়াও পথিক বর, পথভোলা, এক পথিক, বিভ্রান্ত পথিক, পথিক০০৭, পথিক বন্ধু, রাতেরপথিক, দুরন্ত পথিক,পান্হ পথিক, মনপথিক, পথের শেষ পথিক ,পথিক ছেলে, মেঘলা পথিক, ফেরারী পথিক, নিসর্গ পথিক, পথিকবর, পথিক৪১৭, দুরন্ত পথিক ঢাবি, পথিক মানিক, চেনা পথিক, |জনারন্যে নিসংঙগ পথিক|, পথ হারা পথিক, অজানা পথিক, একাকী পথিক, অতিথি_পথিক_মানুষ, পান্থ পথিক, পথিক তুমি, দিকভ্রান্ত পথিক, উদাস্ পথিক, পথিকরাজপুত্র, পথেরপথিক, বিভ্রান্ত পথিক০০৭, পথহীন পথিক, রফিকুল ইসলাম পথিক, অচিন পথিক, পথিক আতিক, খেয়ালী_পথিক, নিঃসঙ্গ পথিক.., পথ ও পথিক, বিদেশী পথিক, অন্ধকারের পথিক, পথিকের চিঠি ,অন্ধ পথিক, অজানার পথের পথিক, ছদ্মবেশী পথিক, নিশি রাতের পথিক !,সত্যের পথিক,পথিক মানুষ ১৯৮০,চেনা পথের অচেনা পথিক,চেনা পথের অচেনা পথিক,চেনা পথের অচেনা পথিক, ,চেনা পথের অচেনা পথিক ,নির্বাসিত পথিক ,নির্বাসিত পথিক সহ আরো প্রায় এক কোটি পথিক আছেন।

সমস্ত পথিক ও দিকভ্রান্তদের আমার লাল সালাম! আমি ভাই আপনাদের মিতা মানুষ ও গর্বিত!!
আজ আমি জানতে পারলাম পথে ঘাটে চলতে ধাক্কা কেন খাইতাম!! পথিকের সংখ্যা যদি এত হয় তাইলে কেমনে কি?


তবে আশার কথা হলো, আমিই একমাত্র তারকাখচিত, দিকভ্রান্ত এবং সর্বোপরি পথিক!! "দিকভ্রান্ত*পথিক"--- তারপরেও চিনতে না পারলে কিন্তু কষ্ট পাব, আর আমি কষ্ট পাইলে কষ্টের কবিতা দিয়া প্রথম পাতার বারোটা বাজাব শিউর! তাই সাবধান সবে!!

শেষে আমার ও সবার বিষয়েই একটি গুরুত্বপূর্ণ বিষয়: আসুন ট্যাগ দেয়া বন্ধ করি, বিশেষ করে ভারতীয় দলাল বা পাকিস্তানি দালাল কাউকে না বলি, কারণ অন্যকে এই পা.দা. বললে সেও আপনাকে উল্টাটা বলবে, যেটি কিনা খুবই অনুচিত ও অপমান জনক! আমাকে কেউ কোনো ট্যাগ দিতে চাইলে বা.দা বলবে, আমি বাংলাদেশের দালাল। আমার রাজনীতি হলো দেশপ্রেম আর আমার দলের নাম বাংলাদেশ।।


ন্যায় এর জয় হোক, অন্যায় এর হোক পরাজয়, সকলে ভালো থাকবেন, শুভরাত্রি।
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৪
৬৯টি মন্তব্য ৭১টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ম্যাডাম খালেদা জিয়া....

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৫৫

ম্যাডাম খালেদা জিয়া....



তিনি গৃহবধু থেকে রাজনীতিবিদ। আপোষহীন দেশনেত্রী! তার দেশ প্রেমিক সত্ত্বার কতটুকু আমরা জানি? একটি বিকৃতরুচীর বিরোধী দলের নেত্রীর কুৎসা শুনতে শুনতে জাতি প্রকৃত এক জননেত্রীর... ...বাকিটুকু পড়ুন

লোভী বেগম জিয়া, ক্লাব-বধু থেকে ডোডো ডাকাত

লিখেছেন জেনারেশন৭১, ০৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:০১



জিয়াকে হত্যা করার সুযোগ করে দিয়েছিলো জিয়ার চয়েসের সেনাপ্রধান জে: এরশাদ ( পাকী ফেরত ); ১২ জন মুক্তিযোদ্ধা জেনারেলকে ডিংগায়ে জিয়া এই কাজ করেছিলো। জিয়া হত্যায় অংশ নেয়া... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।।পৌষ- মাঘ এবেলা ওবেলা

লিখেছেন শাহ আজিজ, ০৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:৫৬



কবিতা ।। জানুয়ারি ৮/ ২০১৯ ঢাকা , শাহ আজিজ


আমি তুমি চাদরে ঢেকে দেহ করেছি নিবারন
পৌষ- মাঘ এবেলা ওবেলা চারুকলা চারুকলা উন্মুক্ত গগন তলে
পাখিরাও পালকে ঢেকে বৃক্ষ... ...বাকিটুকু পড়ুন

নুরুরা মদীনাতে খেয়ে না খেয়ে আছেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:৪৭

.
...
.......
নবীজির রওজার কাছে দাঁড়িয়ে আছি। আমার মেয়ে আর স্ত্রীর প্রথম নবীজির রওজায় দোয়া চাওয়ার জন্যে আসা। হঠাৎ-ই একজন বাংলাদেশী আমার কাছে আসলেন। পরিচয় দিয়ে বললেন - একটু কথা বলতে পারি?... ...বাকিটুকু পড়ুন

বেগম খালেদা জিয়া মুলত তার সৌন্দর্যের জন্য এবং সংযত কথার জন্য জনপ্রিয়

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:০৭

মানুষ সৌন্দর্যের পূজারী। তাই তো গান রচিত হয়েছে ‘ যদি সুন্দর একটা মুখ পাইতাম, সদরঘাটের পানের খিলি তারে বানাই খাওয়াইতাম। ' বেগম খালেদা জিয়া জনপ্রিয় একজন নেত্রী। কিন্তু আমার ধারণা... ...বাকিটুকু পড়ুন

×