শ্রদ্ধা, পৃথিবীর সকল মায়ের প্রতি!!
তুমি যেমনি হও মা, তুমি আমার মা, আমি তোমাকে অনেক ভালবাসি কোনদিন বলতে পারিনি!! বাবা চলে গিয়েছে পৃথিবী ছেড়ে, তারপর বলা হয়নি তাকে কতটা ভালবাসতাম, তোমাকেও কখনো বলিনি~ কেন জানি বলতে পারিনা, লজ্জা করে কি? হয়ত!! হয়তবা না, শুধুই হয়ত "অতিরিক্ত সত্য" বলেই বলা হয়না! তবে একদিন আমি ঠিকই বলব, এজীবন নাহলে ব্যর্থই থেকে যাবে! তোমাকে প্রচুর মিস করছি মা, অনেক অনেক বেশি মিস করছি! আজ বেশ কয়েকদিন তোমাকে ফোন দেই নি, মন খারাপ ছিল আমার... তুমি কথা বলতে চাইছ আমি জানি, তারপর কেন দেই নি, জানিনা! আমি অনেক খারাপ বলেই হয়ত, কিন্তু তুমি কখনো বলননি সেটা....যারা বলেছে, তাদের কথার উল্টে প্রতিবাদ করেছ, সেভাবেই আগলে রেখেছ সারাটা জীবন ..... আজ অবধি আমি যদি নিশ্চিত করে বলতে চাই, এই পৃথিবীতে আমাকে সত্যি সত্যি কে ভালবাসে, তোমার নামটাই নিশ্চিত করে বলতে পারি .... তোমার অন্যান্য সন্তানদের থেকেও এই সবথেকে খারাপ আর একগুয়ে সন্তানকেই বেশি ভালোবেসেছ..... আমি তোমাকে কোনদিন প্রতিদান দিতে পারবনা মা, কোনদিনও মনে কষ্ট দিয়ে থাকলে প্লিজ আমাকে মাফ করে দিও? জানি মাফ চাওয়া অর্থহীন, তুমি আমার কোনো ভুল ধরনি, আমি জানি ..তবে আমি কি সেসবের যোগ্য? দোয়া কোরো মা যেন তোমার ভালবাসা পাবার যোগ্য হতে পারি একদিন...... গর্বিত করতে পারি তোমাকে.... আর এই সবগুলো কথা যেন তোমাকে বলতে পারি, নিজ মুখে... কোনো ব্লগ পোস্টে না......