ভাইজানরা , আপনেরা ভালা আছেন আমি জানি, তয় আমি ভালা নাই। আপ্নেরা সমাধান দেন ।
১। শোনেন কথা হইল আমার সি ড্রাইভে চুরি করা এক্সপি ইন্সটল আছে ।
২। তাই চুরি করা বাদ দিয়া ডি ড্রাইভে পার্টিশন ছাড়া উবুন্টু ১০.১০ ইন্সটল করবার চাই।
৩। মানে একলগে এক্সপি আর উবুন্টু ইউজ করবার চাই
৪। এইডা করবার লাইজ্ঞা অভ্রনীল ভাইএর এই সাইটের সাহায্য নিতে গ্যাচিলাম ।
৫। কিন্তু তিনি তার লেখায় কোন ড্রাইভে উবুন্টু ইন্সটল করমু তা লেখে নাইক্কা ।
৬। উনি লেকচে ১০ গিগা নিরবিচ্চিন্ন জায়গা খালি করেন , ডিস্ক ডিফগ্রমেন্ট করেন। এবার ইন্সটল করেন। ইন্সটল করতে গেলে উবুন্টু নাকি নিজে নিজে ১০ গিগা নিরবিচ্চিন্ন জায়গা খুইজ্জা বের করবে তারপর ঐ ড্রাইভকে ফরমেট করে আল্লার নাম লইয়্যা ইন্সটল হইয়্যা যাইব।
৭। আমার কতা হইল - এই যে উবুন্টু নিজে নিজে ১০ গিগা নিরবিচ্চিন্ন জায়গা খুইজ্জা লইয়্যা ফরমেট করে তাইলে তো মহা বিপদ !
৮। কারণ সে ধরেন ডি ড্রাইভে নিরবিচ্চিন্ন জায়গা পাইল না। -- এফ ড্রাইভে পাইল। তাইলে তো এফ ড্রাইভকে ফরমেট কইরা আমারে বাশ দিব। কারন এফ ড্রাইভে আমার ইমপুরটেন্ট ফাইল।
৯। আমি চাই ড্রাইভ দেখাইয়া দিতে যে তুমি এই ড্রাইভে ইন্সটল হও। এইডা ক্যামনে করমু ?
১০। আর অভ্রনীল ভাই যে এমন্যে "পার্টিশন ছাড়া" ইন্সটল এর করাইয়্যা দেখাইলো তাইলে কোন সমস্যা হইব না তো ? মানে আমি কইতে চাইচিলাম, উবুন্টুতে তো ২ টা ড্রাইভে ইন্সটল করতে হয়। ১ টা হইল রুট আর অন্য একটা সোয়াপ। কিন্তু এইভাবে পার্টিশন ছাড়া কাজ করলে- রুট আর সোয়াপ কই যাইব ?
১১ । উবুন্টু একবার ইন্সটল কইরা আনইন্সটল করমু ক্যামনে ? কইয়্যা দেন ।
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০১০ বিকাল ৪:৫১