ফ্রিল্যান্সিং করি অনেক দিন হলো। বিড করে কাজ করি আবার দু'তিন জন নিয়মিত ক্লায়েন্টও আছে ! যাহোক, কোনোমতে চলে যাচ্ছে আর কি!
![;)](https://s3.amazonaws.com/somewherein/assets/css/images/emot-slices_09.gif)
এর মধ্যে এক ক্লায়েন্টের সাথে কাজ প্রায় ছয় মাসেরও বেশি! ওডেস্কে।
আওয়ার বেইজড কাজ করি তাই টাকা পেতে কোনো সমস্যা নেই। এভাবে চললো প্রায় মাস চারেক।
হঠাৎ একদিন ক্লায়েন্ট মেসেঞ্জারে নক করে রিকোয়েস্ট করলো, আমি কিছু টাকা রিফান্ড করতে পারবো কিনা ! কারন, ওডেস্কে যে ক্রেডিট কার্ড দিয়ে সে রেজিস্টার করেছে সেটা এক্সপায়ারড হয়ে যাচ্ছে এবং ওডেস্ক তাকে নোটিস দিয়েছে তার অ্যাকাউন্ট ব্যান করে দেবে + আরো কিছু ঝামেলা হতে পারে।
তো আমাকে আগের সপ্তাহের টাকা রিফান্ড করার অনুরোধ করলো, যদি আমার পক্ষে সম্ভব হয়। আরো বললো, ব্যাংক থেকে নতুন ক্রেডিট কার্ড ২ দিনের মধ্যে পেয়ে গেলে আমার টাকাটা "বোনাস" হিসেবে দিয়ে দেবে।
আমিও অনুরোধে ঢেঁকি গিললাম: প্রায় ২৫০ ডলার! আর তার অ্যাকাউন্টও রক্ষা পেলো।
আমি আমার সাপ্তাহিক কাজ করে যেতে লাগলাম, কিন্তু দেখলাম আমার ওই টাকার কোনো খবর নাই। এক সপ্তাহ, দুই সপ্তাহ এভাবে প্রায় ৭ সপ্তাহ পর একটা মেইল দিলাম।
লিখলাম: "তুমি তো অনেক বিজি থাকো, অনেক বিষয়, নানা দিক সামলাতে হয়, তাই তোমাকে মনে করিয়ে দিচ্ছি, তুমি নিশ্চয় ভুলে গেছো আমার ওই টাকাটার কথা, যদি সেটা দিতে পারতে তবে আমার বড্ড উপকার হতো!"
অ্যামেরিকান'রা কথা-বার্তায়, লেখায় অনেক বেশি বিনয়ী। যাহোক,
সে উত্তর দিলো:
"আমি আসলে দু:খিত তোমার টাকাটার জন্য । একটু ঝামেলায় আছি তাই সম্ভব হলেই দিয়ে দেবো। "
যাহোক, সেই "সম্ভব" টা পরের ৪ সপ্তায়ও হলো না। এর মাঝে লজ্জার মাথা খেয়ে ইনিয়ে বিনিয়ে আরো লিখেছিলাম।
কিন্তু আবিষ্কার করলাম: ওই বেটা আমার চেয়েও ঢের বেশি বিনয়ী। আমি তো কোন ছাড় !
![;)](https://s3.amazonaws.com/somewherein/assets/css/images/emot-slices_09.gif)
"আওয়ারলি প্রজেক্ট" ছেড়ে তার সাথে ফিক্সড কিছু প্রজেক্টে কাজ করলাম। এরপর থেকে আর নিয়মিত টাকা পাইনা । আর ওই "টাকার" কোনো হদিসই নাই।
ইতোমধ্যে কিছু বন্ধু বললো: ব্যাটার মতলব তো বেশি ভালো ঠেকছে না।
![X((](https://s3.amazonaws.com/somewherein/assets/css/images/emot-slices_23.gif)
যাহোক, শেষে সিদ্ধান্ত নিলাম: আর নয়। টাকা পাওয়ার আশা ছেড়ে গতকাল লিখলাম:
"আমার কিছু সমস্যার কারনে আমি আর তোমার সাথে কাজ করতে পারছি না........
....
...
আর হ্যা, ওই টাকাটা যদি সম্ভব হয় দিও। এটা তোমার "discretion" (এর মানে বোধহয় বিবেক) - এর ওপর ছেড়ে দিলাম।
....
তোমার বিজনেসের সফলতা কামনা করি। "
আজ সকালে মেইল পেলাম: সেটা প্রায় হুবহু নিচে দিলাম:
--------------------
ডিয়ার অক্টোপাস,
I really hope you can change your mind on this matter because I do absolutely need your help. The fact is that you have done better work related to the website and system then any other programmer I have worked with in the last three years since I started the company.
~~~~~~~~~~~~~
Can I convince you to please stop doubting yourself and stick with me? You will be passing up a great opportunity if you stop now with 'R .company'.
~~~~~~~~~~~~~
You are a very intelligent person and I know you can accomplish any task you set your mind to. If you have any problems and get stuck on anything I am confident that we can easily find someone to help you.
Best Regards,
ক্লায়েন্ট
-------------------
এখন আমার কথা হলো: এই কথাগুলো এখন বেশিরভা্গই চাপাবাজি মনে হচ্ছে! আপনাদের সাথে, যারা অভিজ্ঞ, এসব নিয়ে কাজ করছেন + যারা নতুন তাদের সাথে শেয়ার করার জন্যই লেখা।
জানতে ইচ্ছে হলো, আপনার কী ভাবছেন ও পরমর্শ দেন।
পড়ার জন্য ধন্যবাদ।
![:)](https://s3.amazonaws.com/somewherein/assets/css/images/emot-slices_03.gif)
-------------
দ্রষ্টব্য: ইংরেজি টেক্সের মধ্যে "নিউ লাইন" কাজ না করার জন্য ~~~~~~~~~~~~~ ইউজ করতে হলো ।
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০১১ সকাল ১১:৩৪