সব দেখা জা না না,
জগতে জনমে, যাহারে মিলায় না
তাহারে খুঁজিতে মন, ধরে শুধু বায়না।
......... .......... ........
না বুঝি দুনিয়া, না বুঝি তোমায়
আমার কি দোষ খালি পাপ জমাই!

কখনো কখনো মিথ্যেও সত্যি মনে হয়। চারপাশ বদলে যায়, থমকে যায় সময়। আবেগ/যুক্তির পাল্লায় পড়ে দু-পেয়ে জীবগুলো ভুল করে বসে।। না বুঝে, অর্ধেক বুঝে কিংবা বেশী বুঝে।। নিজের অজান্তে ভুল করাটা দোষের নয়, কিন্তু ভুল বুঝতে না পারা ও ভুলের উপর অনড় থাকাটা দোষের। তাই সব কিছুই ভিন্ন দিক থেকে দেখা দরকার। তারপর না হয়, একটা সিদ্ধান্ত নেয়া যাবে???
ব্লগার ব্লগে ব্লগিং করে,
দেয়না টাইম কেউ কাহারে।
ভাবছি আমি যাহা বাঁহা,
ভাবছে কি কেউ আজো তাহা??
শুভাকাঙ্ক্ষীদের আন্তরিকতায় আমি মুগ্ধ। এইজন্য বন্ধুদের বলি "ব্লগ রুচিশীল, মার্জিত লোকের জন্য"(যদিও আমিই একটা ফাউল)


আমি স্বপ্ন দেখি সুন্দর এক ব্লগিং ধরার। সবার কাছে অনুরোধ ----- ডুব না দিয়ে, ব্লগে থাকার চেষ্টা করুন(অল্প সময় হলেও)। নিজেদের চিন্তাধারাগুলো ভাগাভাগি করি। যেখানেই থাকি, যে দেশেই থাকি, আমাদের মধ্যে একটা বন্ধন থাকুক।
ভালো থাকবেন।(সুবোধ)
(বি. দ্রঃ লেখাটি শিরোনামসহ পরির্বতন করা হয়েছে। কয়েকটি মন্তব্য মুছে ফেলা হয়েছে। এটি আমার নতুন নিক হওয়ায় অনেকে চিনতে পারছে না। ফলে ক্যাচাল বাঁধছে



সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১৮ বিকাল ৩:২৬