অনেকেরই জানা এবং একটি বহুল প্রচলিত ইংরেজি বাক্য হলো- The quick brown fox jumps over the lazy dog.
এই বাক্যটির প্রধান তাত্পর্য হলো, এতে ইংরেজি বর্ণমালা ২৬ টি বর্ণের সবগুলিই রয়েছে! কোন ইংরেজি ফন্ট ওপেন করলেই এই বাক্যটি দেখতে পাওয়া যায়; তার কারণ হলো a থেকে z অক্ষরগুলি ওই ফন্টে কেমন দেখাবে, তা এই বাক্যটিতে সহজেই দৃশ্যমান হয়।
কিন্তু FLOCCINAUCINIHILIPILIFICATION! এটি আবার কি?
এর উত্তর অনেকেরই জানা। তবে যাদের জানা নেই, মূলত তাদের জন্যই এই পোস্টটি।
এটি হলো ইংরেজি শব্দ-ভান্ডারের শবচেয়ে বড় শব্দ! এত রয়েছে ২৯ টি বর্ণ! শুধু I বর্ণটিই এই শব্দে রয়েছে ৯ বার! এত বড় শব্দ হওয়ার পরেও এতে কিন্তু E vowel টি নেই; তবে বাকি চারটি (A, I, O, U) রয়েছে।
এটি একটি noun বা বিশেষ্য।
এর উচ্চারণ হলো- ফ্লক্সিন্যাসিনিহিলিপিলিফিকেইশন্।
এর অর্থ হলো- অকিঞ্চিত বলে পরিগণনের অভ্যাস বা স্বভাব।
তার মানে দাড়ায়, যে ব্যক্তির কোন কিছুর প্রতি তাচ্ছিল্য করার অভ্যাস বা স্বভাব রয়েছে, তাকে আমরা বলতে পারি FLOCCINAUCINIHILIPILIFICATION।
উদাহরণ:
ধরা যাক, রতন জাতিসংঘের প্রেসিডেন্টকে সজীবের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন।
রতন বলছে- সজীব, ইনি হলেন জাতিসংঘের প্রেসিডেন্ট!
সজীব তা শুনে বলছে- ও আচ্ছা। ইনি জাতিসংঘের প্রেসিডেন্ট, তাতে কী হয়েছে?! শুনে আমি কী করবো? এখানে এনার কী কাজ?
জাতিসংঘের প্রেসিডেন্টের সাথে পরিচিত হতে পারাটা অব্শ্যই একটি বড় বিষয়। কিন্তু জাতিসংঘের প্রেসিডেন্টের প্রতি তাচ্ছিল্ল প্রদর্শনে সজীবের যে চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ পেলো, এটাকে আমরা বলতে পারি FLOCCINAUCINIHILIPILIFICATION।
পুনশ্চ: বোঝার সুবিধার্থে এখানকার উদাহরণটি কিছুটা সিরিয়াস ক্যাটেগরির হলেও, মূলত এই শব্দটি ব্যবহৃত হয় রসিকতা করে তাচ্ছিল্য করার ক্ষেত্রে।
ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০০৭ দুপুর ২:২০