প্রিয় ব্লগার,
শুভেচ্ছা নিন। আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি অনেকেই প্রথম পাতায় পোস্ট প্রকাশের সুবিধাটির অপব্যবহার করে বিভিন্ন সময়ে বিজ্ঞাপন, স্প্যামিং এবং মুল লেখকের নাম উল্লেখ্য না করে কপি পেস্ট পোস্ট প্রকাশ করছেন। এছাড়া আমরা দেখতে পাচ্ছি অনেকেই একটি পোস্ট লেখার পর পোস্টের শেষে তার ব্যক্তিগত ব্লগ, ফেসবুক, ফেসবুক পেইজ, ব্যক্তিগত প্রতিষ্ঠান এবং মোবাইল নাম্বার সংযুক্ত করছেন যা সম্পূর্ণ ব্লগ নীতিমালা পরিপন্থী। তাছাড়া অনেক সময় বিভিন্ন ব্যক্তিগত ব্লগ সাইট সহ অন্যান্য লিংকে ক্লিক করে ব্যবহারকারীরা কম্পিউটার ভাইরাস আক্রমণের শিকার হচ্ছেন বলে আমরা অভিযোগ পেয়েছি। ফলে নিরাপত্তার খাতিরে এই বিষয়টিতে আমরা নিয়ন্ত্রণ আরোপ করছি। সকলের বুঝার সুবিধার্থে আমরা আবারো জানাতে চাই যে, যদি কোন ব্লগার বিভিন্ন বই, ওয়েবসাইট, ব্লগ ও সংবাদমাধ্যম ইত্যাদি থেকে তথ্য সুবিধা নিয়ে কোন লেখা প্রস্তুত করেন, তাহলে রেফারেন্স হিসেবে সেখানে তিনি সংশ্লিষ্ট বই, ওয়েবসাইট, ব্লগ ও সংবাদমাধ্যমের নামগুলো এবং ক্ষেত্র বিশেষে মূল লেখকের নাম রেফারেন্স হিসেবে উল্লেখ্য করতে পারেন। এছাড়া জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ কোন সংবাদ যা মানুষ জানলে উপকৃত হবে এমন কোন তথ্য বা সংবাদ যদি কোন গণমাধ্যম, ব্লগ বা সামাজিক মাধ্যমে প্রকাশিত হয় তাহলে সঠিক সূত্র উল্লেখ্য করে সেই পোস্টটি ব্লগে শেয়ার করা যেতে পারে। এই ক্ষেত্রে ব্লগ টিম সংবাদটির গুরুত্ব বুঝে তা প্রথম পাতায় রাখা হবে কিনা তা নির্ধারণ করবে। এছাড়া কোন পোস্টে যদি অন্য কোন ওয়েবসাইটের লিংক দেয়ার প্রয়োজন পড়ে তাহলে বিষয়টি যদি পোস্টের বিষয়বস্তুর সাথে প্রাসঙ্গিক থাকে তাহলে তা অনুমোদন করা হবে। এছাড়া অন্য যে কোন ধরনের লিংক পোস্টে সংযুক্ত থাকলে তা অনুমোদনহীন বিজ্ঞাপন হিসেবে চিহ্নিত করে সরিয়ে দেয়া হবে।
ব্লগ প্লাটফর্মে যদি কেউ বিজ্ঞাপন প্রদান করতে চান, তার জন্য একটি নির্দিষ্ট নীতিমালা আছে, সবাইকে সেই নীতিমালা অনুসরণ করতে হবে। বিজ্ঞাপন সংক্রান্ত ব্যাপারে জানতে চেয়ে আমাদেরকে মেইল করতে পারেন [email protected] অথবা [email protected] এই ঠিকানাতে।
আপনারা সকলেই জানেন, বিভিন্ন ব্লগারদের লেখা সিনেমা, বই ও সফটওয়্যার রিভিউ সামহোয়্যারইন ব্লগের অন্যতম সেরা আকর্ষণ। পাঠকরা অনেক প্রয়োজনীয় সফটওয়্যার, সিনেমা ও বই সম্পর্কে এখান থেকে জানতে পারেন। সম্প্রতি আমরা লক্ষ্য করেছি অনেকেই বিভিন্ন রিভিউতে টরেন্ট লিংক দেয়ার নাম করে ক্ষতিকর বিভিন্ন সাইটের লিংক সংযুক্ত করছেন যা ব্যবহারকারীদের নিরাপত্তার জন্য হুমকি স্বরুপ হতে পারে। সম্প্রতি পাইরেটেড সফটওয়্যার ব্যবহার না করা নিয়ে বিশ্বজুড়ে সচেতনতা সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন সিনেমার স্বত্বাধিকার প্রতিষ্ঠান থেকেও পাইরেটেড লিংক সরবরাহ না করার জন্য অনুরোধ/অভিযোগ আমরা পেয়েছি। তাই বর্তমানে আমরা যে কোন ধরনের টরেন্ট লিংক পোস্টে সংযুক্ত করাকে অনুমোদন করছি না। তবে যদি কোন মুভি প্রয়োজক প্রতিষ্ঠান তাদের নিজেদের ওয়েবসাইটে মুভিটি ডাউনলোডের কোন লিংক সরবরাহ করেন বা কোন মুক্ত সফটওয়্যারের যদি অনুমোদিত কোন ডাউনলোড লিংক থাকে তাহলে তা পোস্টে সংযুক্ত করা যেতে পারে।
ব্লগের নতুন ভার্সনে ‘আলোচিত ব্লগ’ নামে একটি নতুন বিভাগ সংযোজন করা হয়েছে। আমরা লক্ষ্য করেছি এই নতুন বিভাগটি নিয়ে সম্প্রতি কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন নির্বাচিত পাতার মত আলোচিত ব্লগের লেখাগুলো ব্লগটিম দ্বারা নির্বাচিত হচ্ছে। তাই বিষয়টি সম্পর্কে সকলকে স্বচ্ছ ধারনা দেয়ার জন্য ‘আলোচিত ব্লগ’ বিভাগের কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরছি।
সারাদিন যে পোস্টগুলোতে ব্লগাররা মন্তব্য ও পাঠক হিসেবে দিনের অন্য পোস্টগুলোর চাইতে তুলনামুলকভাবে বেশি অংশগ্রহণ করেন, সেই পোস্টগুলো আলোচিত ব্লগে স্থান পায়। এই বিভাগে স্থান পাওয়া লেখাগুলো ২৪ ঘণ্টার মধ্যে সবচেয়ে বেশি পাঠকপ্রিয়তা, সবচেয়ে বেশি মন্তব্য এবং সবচেয়ে বেশি লাইক পাওয়ার উপর ভিত্তি করে স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত হয়। এটা একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা, যেখানে সরাসরি আমাদের কোন ভূমিকা নেই। যদি কোন পোস্ট নেতিবাচকভাবে আলোচিত ব্লগে অবস্থান করে এবং যদি পরবর্তীতে দেখা যায় পোস্টটির বিষয়বস্তু ব্লগনীতিমালার সাথে সাংঘর্ষিক তখন সেই পোস্টটি আমরা সরিয়ে ফেলতে পারি।
সবাই অনেক ভালো থাকুন। শুভেচ্ছা রইল।
বিনীত
সামহোয়্যারইন ব্লগ টিম।
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২৯