প্রিয় ব্লগার,
বিশ্বের সেরা ক্রীড়া ইভেন্ট দরজায় কড়া নাড়ছে। আসছে ১২'ই জুন ২০১৪ থেকে পুরো বিশ্ব বুঁদ হয়ে থাকবে বিশ্বকাপ ফুটবলে । এই বিশ্বকাপ ফুটবলের আকর্ষণীয় ব্যানার তৈরীতে অংশ নিতে আমরা সকল ব্লগার বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি। সামহোয়্যার ইন...ব্লগের জন্য আপনার তৈরী ব্যানার বিশ্বকাপের পুরো সময়টা জুড়ে এই ব্লগে শোভা পাবে।
আপনার আনন্দময় কল্পনা শক্তিকে উন্মুক্ত করে যে ব্যানারটি তৈরী করবেন তা হতে পারে কম্পিউটার ডিজাইন, ফটোগ্রাফি, হাতে আঁকা ছবি বা অন্য যে কোন কিছু যা সামহোয়্যার ইন...ব্লগ এবং ফুটবল ওয়ার্ল্ড কাপের সাথে সামঞ্জস্যপূর্ণ ।
আপনার ডিজাইন/ব্যানার জমাদানের পূর্বে যে বিষয়গুলো খেয়াল রাখবেন:
- ব্লগাররা শুধুমাত্র ব্যানারের ব্যাকগ্রাউন্ড ইমেজ এর ডিজাইন তৈরী করবেন এবং আমরা তার উপর অন্যান্য হেডার অংশগুলো যেমন গ্লাস ইফেক্ট, সাদা মেনুবার, লোগো, ভাষা পরিবর্তনের জন্য টপফ্রেম ইত্যাদি বসিয়ে নেবো।
- ব্যানার ইমেজ সার্বজনীন হতে হবে। কোন নির্দিষ্ট দল, জাতীয়তা, ব্লগারের নাম বা কোন ব্যঙ্গাত্মক কার্টুন সমর্থন করা যাবে না।
- ব্যানারের মধ্যে সামহোয়্যার ইন...ব্লগ বা বাঁধ ভাঙার আওয়াজ টেক্সট, ব্র্যান্ডিং এবং লোগো থাকবে না।
- ব্যানারটি হতে হবে প্রস্থ ১০২৪ পিক্সেল এবং উচ্চতা ২১৫ পিক্সেল।
- ব্যানারটিতে নির্দিষ্ট স্থানে অবশ্যই আপনার “ব্লগ নিক” যুক্ত করুন।
- ব্যানার ইমেজ জেপিজি, জেপিইজি, জিআইএফ, পিএনজি ফর্মেটের হতে পারে।
যেভাবে ব্যানার সাবমিট করবেন:
আপনার তৈরিকৃত ব্যানারে অবশ্যই আপনার ব্লগ নিকটি লিখুন। (ব্লগ নিকটি কিভাবে লিখবেন তা দেখুন উপরের ছবিতে)। আপনার মেইল একাউন্টে যেয়ে ইমেজ আপলোড করুন এবং পাঠিয়ে দিন এই ঠিকানায়: wc14@somewherein.net।
ইমেজ পাঠানোর সাথে সাথে মেইলে আপনার ব্লগের নিক ও লিংক অবশ্যই যুক্ত করবেন।
প্রাপ্ত ব্যানারগুলো ব্যবহার করা হবে ব্লগের মূল পাতায় এবং ব্যানারগুলো পর্যায়ক্রমে আসতে থাকবে ওয়ার্ল্ড কাপ গ্রুপ ব্লগে। প্রতিটি ব্যানারে ডিজাইনার ব্লগারের নাম উল্লেখ থাকবে ।
আপনাদের অংশগ্রহণ শুরু হতে যাচ্ছে আজ ৮’ই জুন ২০১৪ থেকে এবং এই ব্যানার গ্রহণ অব্যাহত থাকবে খেলা শেষের আগেরদিন দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত ।
আমরা জানি ব্লগারদের মধ্যে বেশ প্রতিভাবান শখের বা প্রফেশনাল ডিজাইনার আছেন। ওয়ার্ল্ড কাপ ব্যানার ডিজাইনে আপনাদের অংশগ্রহণ আনন্দময় হোক।
শুভ ব্লগিং।