হ্যাঁ ঠিক ধরেছেন, এইটা যাচ্ছে তাই রকমের ফালতু পোস্ট। কিন্তু এর একটা হালকা মেসেজ আছে।
প্রথমেই হইলো ভালো হইয়া যান!
ভালো হইতে পয়সা লাগেনা!
কী ভাবতাছেন পাগল হইয়া গেছি? আউল-ফাউল পোস্ট দিলাম কেনো?
জ্বী-না, পাগল হইনাই.... পাগল হইছেন আপনারা... যারা কিনা ভালোটারে দূরে ঠেইলা খারাপের দিকেই মনোনিবেশ করছেন। কথার মানে অনেক কিছুই হইতে পারে। কিন্তু আপাতত একটা মানে ব্যাখ্যা করুম।
কথা নাই বার্তা নাই কম্পিউটারে উইন্ডোজ ব্যবহার করেন... পয়সা দেন? মানে দাম দিয়া কেনেন?
না ফ্রি ফ্রি পাওয়া যায়... সিডি কিইন্যা আনেন ... তাইনা?
দুই-একজন আছেন আপনেগো ম্যালা টেক্যা তাই কিইন্যাও ব্যবহার করেন.. তা করেন নিষেধ নাই..
কিন্তু ফ্রি এই উইন্ডোজের লগে ফ্রি ভাইরাস আর হাবিজাবি যে মাগনা পাইতাছেন সেইটা কি বুজতারেন?
দুনিয়ায় এখনো ভালা মানুষ আছে জানেন? তারা কষ্ট কইরা সফটওয়্যার তৈরি করে অপারেটিং সিস্টেম তৈরি করে.. আর সবার ভালার লাইগা ফ্রি ফ্রি ব্যবহার করতে দেয়... এইগুলা যে বিলিয়ন বিলিয়ন ডলারের মাইক্রোসফটের সফওয়্যারের চেয়েও অনেক ভালা সেই খবর রাখেন?
ভাবতাছেন... লিনাক্সের কতা কইতাছি... ঠিকই ধরছেন... ভাবতাছেন কি কঠিন জিনিস লিনাক্স বুজুর্গ ব্যক্তিরা ব্যবহার করে.. কালা স্ক্রিনে কি কি টাইপ করে এক্কেরেই উইন্ডোজের মতো সহজনা এমন একট জিনিষ!
জ্বিনা ভাই/বোনেরা.. এইসব দিন শ্যাষ এখন কঠিনের দিন নাই... ফ্রি ফ্রি পাওয়া যায় এমন দুনিয়ার জিনিস ব্যবহার করা যায় ... কোনো পয়সা দেয়া লাগেনা... কেমনে সেইগুলা আপনেও প্রোগ্রাম করতারেন তাও শেখার ব্যবস্থা আছে(যদি চান আরকি)... ভাইরাস/এন্টি ভাইরাস নিয়া দুশ্চিন্তা করা লাগেনা.... ড্রাইভার আছে কি নাই দুশ্চিন্তা নাই .... কতো সুবিধা... ভাইবা দেখেন.... জব্বর কাগুর পুরান জিনিস বাদ দিয়া অভ্র / ইউনিজয় এইগুলা ব্যবহার করেন... ফ্রি হইলেও ..উমেদা জিনিস... তুলনাহীন..
আইলা... একটু মাথা আইলা কইরা দিছে মনে হয়... তাই প্যাচাল পারলাম...
পোস্টে প্লাস দিবেন না মাইনাস আপ্নেগো ব্যাপার আমার কিচ্ছু যায় আসে না।