ভূমিকা: হেমিংওয়ে একদা মাত্র ছয়টি শব্দে একটি গল্প লিখেছিলেন (For sale: baby shoes, never worn) থেকে অনুপ্রাণিত হয়ে ব্লগার জাকারিয়া লিখেন নিচের ছড়াটি।
এখানে উল্লেখ না করলেই নয়, প্রথম ছড়াটি লিখেন তুষার আহসান(পশ্চিম বঙ্গ) তার পরপরই লিখেন কামাল উদ্দীন(টঙ্গী)। তবে মূল বিতর্ক বা ছড়া যুদ্ধ শুরু হয় জাকারিয়ার নিচের ছড়াটি দিয়ে।
যেভাবে শুরু: জাকারিয়া (অস্ট্রেলিয়া)
ছ'শব্দে মন্তব্য হবে কেমন করে ভাই ?
মনের কথাটা তো ব্যাখ্যা করা চাই ।
ছ'শব্দ মানতে হলে ছ'লাইন ও মানো
দেখবো এবার কেমনে ভাব প্রকাশ করো ?
আমি পাগল না হয় পেলাম পার
দেখাও তবে, এমন সাধ্য আছে ক'জনার ?
আমি
বড় চ্যালেঞ্জ দিলেন আপনি স্বঘোষিত পাগল,
ছয় শব্দে বড় কঠিন ছন্দের এই আদল
ভালো আপনার নিরীক্ষা ছ-শব্দী ছড়া নিয়ে
আমিও তবে চেষ্টা করি ছ-শব্দী দিয়ে।
তেমন কঠিন নয় এই ছ-শব্দী ছড়া
ছন্দ শব্দ গেঁথে দিলেই অনায়াসে গড়া।
আবার জাকারিয়া (অস্ট্রেলিয়া)
'আমি'র সাথে 'ও' কেমনে যুক্ত হলো ?
আমার 'দোষ' ধরা কি ভুল বলো ?
সাত শব্দে যাবে না গড়া কবিতা
আর্নেষ্ট হেমিংওয়ে ছিল যে কবিতার রচয়িতা ।
ছিল না তার 'ছ'লাইন' এর নিয়ম
আমি পাগল প্রচলন করলাম এ রকম ।
প্রত্যুত্তরে আমি
আমিও আর 'আমি ও' এক যে নয়
ব্যাকরণ দেখতে তব শিঘ্র আজ্ঞা হয়।
যা লিখছো তা কখনো কবিতা নয়।
ছন্দ মিলানো একে ছড়াই যে কয়।
হেমিংওয়ের ছ-শব্দী? গল্প নয় যে কবিতা।
মুজিবদা লিখেছিলন আবার পড়ে আসুন তা।
মুনিয়া
হায়রে হায়রে করব কি এখন আমি?
ছড়া লিখতেই জান কাবাব- জিনিসটা দামি!
ছন্দ দিয়ে ছড়া লেখা চলটা প্রাচীন
কেমন করে লিখবো ছড়া- আমি অর্বাচীন!
বহু কষ্টে করলাম জড়ো শব্দ ছয়খানা
কানে ধরলাম ছড়ায় আর জীবনে ঢুকবোনা!!
শিবলু হক
nice nice. যেতে হবে এখন খেতে
ছড়ায় ছড়ায় থাকুন এবার দাদা মেতে
ঝগড়া নয়, চ্যালেঞ্জ নয়, মাতুন সৃষ্টিতে
ছয় শব্দের ছয় বাক্যের কাব্য গড়িতে
এধার নয় ওধার নয় ভাবুন তড়িতে
মাথায় মন না থাকিলে কেমনে আসিতে