একার + ক = কে না লিখে
ক এ-কারে কে লিখিনা কেনো?
একার + ক + আকার = কো না লিখে,
ক ও-কারে কো লিখিনা কেনো?
এটুকুই তো তফাৎ বিজয় আর ইউনিজয়ে!
এখন দেখি কেনো অবতারণা এই আলোচনার:
১. বিজয় পদ্ধতিতে ইউনিকোডের নিয়ম মেনে লেখা হয়না।
২. এ পদ্ধতিতে লেখা টেক্সটকে সর্টিং বা সার্চিং করা কঠিন।
৩. এ পদ্ধতির লেখাকে সঠিক ইউনিকোডে রূপান্তর করার জন্য কনভার্টার/রূপান্তরক ব্যবহার করতে হয়। তাতে ভুল হবার সম্ভাবনা থাকে।
৪. এ পদ্ধতির তুলনায় ইউনিজয় কেবলই কার-যুক্ত লেখার জন্য ব্যতিক্রমি ও ইউনিকোড বান্ধব লে-আউট ব্যবহার করে।
৫. ইউনিজয়ে লেখা একটু হলেও দ্রুততর, সর্টিং/সার্চিং উপযোগি।
ইউনিজয়ে লেখার ব্যাপারগুলো নিচে দেখাচ্ছি:
সব স্বরবর্ণ কী করে লিখি?
অ ᚛ Shift + f
্ + া = আ ᚛ g + f
্ + ি = ই ᚛ g + d
্ + ী = ঈ ᚛ g + D
্ + ু = উ ᚛ g + s
্ + ূ = ঊ ᚛ g + S
্ + ৃ = ঋ ᚛ g + a
্ + ে = এ ᚛ g + c
্ + ৈ = ঐ ᚛ g + C
্ + ো = ও ᚛ g + x
্ + ৌ = ঔ ᚛ g + X
আ-কার, ও-কার এসব?
ক + া = কা ᚛ j + f
ক + ি = কি ᚛ j + d
ক + ী = কী ᚛ j + D
ক + ু = কু ᚛ j + s
ক + ূ = কূ ᚛ j + S
ক + ৃ = কৃ ᚛ j + a
ক + ে = কে ᚛ j + c
ক + ৈ = কৈ ᚛ j + C
ক + ো = কো ᚛ j + x
ক + ৌ = কৌ ᚛ j + X
***দেখুন italic(বাকানো) করা ৫টি অংশেই কেবল আপনার অভ্যাস বদলাতে হবে।
গুরুত্বপূর্ণ লিংকস:
১. OmiCronlab.com এর অভ্র কীবোর্ড ও কনভার্টার Best of the best
২. এক্সপিতে বাংলা ইনস্টল করতে রিফাতের কিছু দারুণ সমাধান।(কোপাকিলার এবং প্রথম আলো সাইটটি ইউনিকোডে দেখানোর প্লাগইন আবিষ্কার করে বিখ্যাত)
৩. একুশে প্রকল্পের বাংলা ফন্টসমূহ
৪. উইকিপিডিয়া'য় বর্ণিত বাংলায় লিখন ও পঠন পদ্ধতি
৫. নির্বাচন কমিশন প্রণীত বাংলা ইউনিকোড কনভার্টার এটি কতোটা সর্বসম্মত তাতে অবশ্য বিতর্কের অবকাশ রয়েছে।
৬. মুর্শেদের ইউনিকোড লেখনী ও পরিবর্তক ২.১.০ অনলাইনেই পরিবর্তন করে নিন আপনার পুরানো বিজয় ও লেখনীতে লেখা ডকুমেন্ট।
৭. বাংলাকম্পিউটিং এর কনভার্টার
× লেখাটি cc: by-nc-sa লাইসেন্সের অধীনে প্রকাশিত ×
মূল স্বত্তাধিকারী/সৃষ্টিকারীর নাম ও কৃতজ্ঞতা প্রকাশ করে যেকোন অবাণিজ্যিক প্রয়োজনে ব্যবহার করা যাবে। সুবিধাজনকভাবে পরিবর্তন/পরিমার্জন সম্ভব তবে এক্ষেত্রে সকল উদ্ভূত (derivatives) সৃষ্টিকর্মই একই লাইসেন্সের (by-nc-sa) নিচে প্রকাশ করতে হবে।
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১২ সকাল ৯:৫৫
১. ১০ ই মে, ২০০৯ দুপুর ১২:২৮ ০