দুই নেত্রির ফোনালাপ প্রকাশ করে ইনুরা একটা ভাব নিতে চাইছিলো, উল্টো এখন তাদের,........... ছেড়ে দে মা কেদে বাচি অবস্থা ......ম্যাডাম খালেদা তো প্রাইম মিনিষ্টার কে আছ্ছা মত ধোলাই দিল .........পুরো রেকডিং এ..........শুনলাম, শুধু ধোলাই আর ধোলাই ......শুধু ধোলাই আর ধোলাই ....শুধু ধোলাই আর ধোলাই
ব্যাপার টা হছ্চে ধোলাই এর, একজন কুড়ি ডজন ডিগ্রি ধারি দেশের প্রধান মন্ত্রিকে এভাবে অষ্টম শ্রেনি পাশ (আাওয়ামি ঘরনা ব্যাক্তিদের মতে) নেত্রির ক্ষুরধার কথা ও প্রচন্ড যুর্ক্তিতে হেরে যাওয়া সত্যিই অসাধারন,
হাসিনাকে দেওয়া খালেদা জিয়ার ৬ টা বাঁশ!!!
বাঁশঃ ১।
খালেদা- আপনি কাল রাতে ফোন করতে পারতেন।
হাসিনা- আমি রাত জাগি না। আমি নামাজ পড়ি, নিয়মিত কোরআন পড়ি।
খালেদা- নামাজ পড়েন। কোরআন পড়েন। নামাজিদের গুলি করেন হত্যা সবই করেন।
বাঁশঃ ২।
খালেদা- কাল রাতে কেন ফোন দিলেন না। তাহলে আমি দলের নেতাদের সঙ্গে মিটিং করে সিদ্ধান্ত নিতে পারতাম। আমি তো ৭টায় অফিসে গিয়েছিলাম। ফোন করলেই পেয়ে যেতেন।
হাসিনা- তখন তো রাত।
খালেদা- ৭টা রাত নয় সন্ধ্যা।
বাঁশঃ ৩।
খালেদা- সময় মতো ফোন করেননি। আমি দুঃখিত। কাল ফোন করলে পরিবেশ পরিস্থিতি অন্যরকম হতো।
হাসিনা- আমার এডিসি দেড়টা থেকে চেষ্টা করেছে।
খালেদা- ফোন না বাজলে ধরার উপায় নেই।
হাসিনা- শিমুল বিশ্বাসের ফোনেও অনেক চেষ্টা করেছে।
খালেদা- আপনি বসেছিলেন ৬টার জন্য।
হাসিনা- আপনি জানেন আমাদের মিটিং ছিল। আমি মিটিংয়ে দেরি করতে পছন্দ করি না।
খালেদা- মিটিং জরুরি না এটা জরুরি ছিল।
বাঁশঃ ৪।
হাসিনা- ১৫ই আগস্ট আপনি কেন কেক কাটেন?
খালেদা- ওইদিন কি কোন মানুষ জন্ম নেবে না। আপনারা জিয়াউর রহমানের কথা বলেন। জিয়াউর রহমান তো আপনাদের আওয়ামী লীগকে জন্ম দিয়েছেন। আপনারা তো বাকশাল ছিলেন।
বাঁশঃ ৫।
হাসিনা- মানুষ হত্যা বন্ধ করুন।
খালেদা- মানুষ হত্যা আপনারা করছেন। আপনারা গান পাউডার দিয়ে বাস পুড়িয়ে মানুষ হত্যা করেছেন। লগি বৈঠা দিয়ে মানুষ হত্যা করেছেন। এসব হত্যার নির্দেশ আপনার মুখ থেকেই বেরিয়েছে। এর দায় আপনাদের।
বাঁশঃ ৬।
হাসিনা- জনগনের স্বার্থে হরতাল প্রত্যাহার করুন।
খালেদা- জনগনের স্বার্থে হরতাল দিয়েছি।
জয় বংলা
খালেদা জিয়াকে সামলা !!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




