আপডেট ৩০-১০-২০১১: টিউটোরিয়াল এখন অনেক পুরাতন হয়ে গিয়েছে। আইওএস ৪.১ পর্যন্ত কাজ করবে। শুধু মাত্র রেফারেন্স হিসেবে নেট-এ রইলো
তার আগে কয়েকটি বিষয় বুঝে নেন।
আইফোন আনলক করতে হলে
১. প্রথমে জেইল ব্রেক করতে হবে।
২. এর পর সেটিকে হ্যাক করতে হবে।
৩. এর পর নেটওর্ক আনলক হলে স্যাম ইন্সটল করে এক্টিভেট করতে হবে।
এখন বলি কোনটা কি কারনে করতে হয়।
জেইল ব্রেক: জেইল ব্রেক করা হলে আপনার আইফোনের ভেতরে যেসব জেল আছে সেগুলো ভাংতে হবে হাতুরি নিয়ে বসুন।
না, ভয় পাবেন না। মজা করলাম। কোন কিছু ভাংতে হবে না। আইফোন জেইল, ধরে নিন একটি ফায়ারওয়ালের মতো। এটি থাকার কারনে আপনার আইফোনে এপল অনুমোদিত নির্দিষ্ট কিছু সফটওয়ার ছাড়া আর কিছু ইন্সটল করা যায় না। আপনি নিশ্চিত জানেন যে এপলের দোকানে এসব সফটওয়ার পাওয়া যায়। কিন্তু হ্যাক করার সফটওয়ার তো আর এপলের দোকানে বিকোবে না। তাই প্রথমেই জেইলব্রেক করে আপনার আইফোনে এপলের অনুমোদিত সফটওয়ারের বাইরের একটি সফটওয়ার ইন্সটল করতে হবে।
হ্যাক: জেইলব্রেক করা হয়ে গেলে আপনার আইফোন প্রস্তুত হ্যাক হওয়ার জন্য। হ্যাক করার পর নেটওর্ক আনলক করতে হবে। এটিও ওই হ্যাকিং এর অংশ।
স্যাম: হ্যাক করার পরই আপনি যে কোন নেটওর্কে আপনি আপনার আইফোন ব্যবহার করতে পারবেন। তাহলে স্যামের দরকার কি? আছে। সেটি হলো হ্যাক করার পর নেটওর্ক ব্যবহার করা যায় ঠিকই, তবে এটি এক্টিভেট না করা পর্যন্ত এপলের সাইটে বারবারই পুশ সার্টিফিকেটের জন্য নক করতে থাকবে। এক্টিভেট করা যায় অরিজিনাল সিমকার্ডটি ব্যবহার করে অথবা আর্টিফিসিয়াল সাবস্ক্রাইবার মডিউল ব্যবহার করে। স্যাম হলো আর্টিফিসিয়াল।
আজকের মতো এটুকুই থিউরী ক্লাস। আগামী পর্বে প্রাকটিকেলটি সেরে ফেলবো
২য় পর্ব এখানে
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০১১ দুপুর ১২:১৮